Monday, August 25, 2025

নিম্নচাপ- জোড়া অক্ষরেখার ত্রি-ফলায় ভারী বৃষ্টির দুর্যোগ রাজ্যজুড়ে!

Date:

নিম্নচাপের দোসর অক্ষরেখা, উইকেন্ডে দুর্যোগের আশঙ্কা জেলায় জেলায়। কোথাও মেঘলা আকাশ কোথাওবা বিক্ষিপ্ত বৃষ্টি (Rain)দিয়ে শুরু মঙ্গলের সকাল। দক্ষিণবঙ্গের ঝেঁপে বর্ষণ না হলেও উত্তরে বৃষ্টির পরিমাণ বেড়েছে। এদিন সকাল থেকেই দার্জিলিং- জলপাইগুড়ির আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত মুষলধারায় বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে পরিস্থিতি বদলাবে। একদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা থেকে রাজস্থানের নিম্নচাপ এলাকা পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরের নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে যা ধীরগতিতে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এই নিম্নচাপ এবং দুই অক্ষরেখার জেরেই চলতি সপ্তাহে দুর্যোগ বাড়বে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

উইকেন্ডে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির প্রভাব কমবে। শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা।বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হালকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির আশঙ্কায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরের ৫ জেলায় দুর্যোগ চলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী তিনদিন ‘সারফেস উইন্ড’ বেশি থাকবে। কলকাতায় প্রধানত মেঘলা আকাশে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version