রাজ্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ের (College-University) ইউনিয়ন রুম (Union Room) বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যে এই মর্মে নোটিস জারি করতে উচ্চশিক্ষা দফতরকে নির্দেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন রুম বন্ধ করার জন্য উচ্চশিক্ষা দফতরকে নোটিশ জারি করতে হবে। কর্তৃপক্ষ ওই রুম তালা দিয়ে রাখবেন। জরুরি কোনও কারণ হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তা জানিয়ে চিঠি দিয়ে তালা খোলার জন্য আবেদন করতে হবে।
এদিন মামলার শুনানিতে বিচারপতি সেন নির্দেশ দেন ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত আজ থেকে রাজ্যের সব কলেজের ইউনিয়ন রুম (Union Room) বন্ধ থাকবে। নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি ছাড়া এই রুম খোলা বা ব্যবহার করা যাবে না। মামলার পরবর্তী শুনানি ১৭ জুলাই।
কসবা ল কলেজের ইউনিয়ন রুমে তরুণীকে নির্যাতনের অভিযোগ ওঠে। সেই প্রেক্ষিতে রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম চিহ্নিত করে তা বন্ধ করার নির্দেশ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–