Thursday, July 3, 2025

ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় মৃত্যু পর্তুগাল তথা লিভারপুলের (Liverpool) তারকা ফরোয়ার্ড দিয়েগো জোটা (Diego Jota)। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া বিশ্ব ফুটবল মহলে। স্পেনে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। আর তাতেই সব শেষ। প্রত্যক্ষদর্শীদের মতে দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই নাকি গাড়িতে আগুনও লেগে গিয়েছিল। সেই সময় গাড়িতে ছিলেন জোটা এবং তাঁর ভাই। জোটার (Diego Jota) এই খবর জানার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শোক জ্ঞাপন করেছেন প্রাক্তন থেকে বর্তমান ফুটবলাররা।

পর্তুগাল তথা লিভারপুলের হয়ে বহু স্মরণীয় ম্যাচ খেলেছেন তিনি। লিভারপুলের এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ (EPL) চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি পর্তুগালের উয়েফা নেশনস লিগ (Uefa Nations League) চ্যাম্পিয়ন দলেরও সদস্য ছিলেন এই তারকা ফুটবলার। কিন্তু একটা গাড়ি দুর্ঘটনাতেই সব শেষ হয়ে গেল। দশ দিন আগেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করেছিলেন তিনি। আপাতত স্পেনে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেই স্পেনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রেডসদের এই তারকা স্ট্রাইকার।

তাঁর মৃত্যুতে শোকাহত পর্তুগাল। লিভারপুলও শেষ শ্রদ্ধা জানিয়েছে দিয়েগো জোটাকে (Diego Jota)। তাদের তরফে জানানো হয়েছে, “দিয়েগো জোটা এবং আন্দ্রে সিলভার অকাল প্রয়ানে আমরা বিধ্বস্ত। তিনি আমাদের কাছে একজন অসাধারণ খেলোয়াড়ের থেকেও আরও অনেক বেশি ছিলেন। দিয়েগো জোটা একজন অসাধারণ মানুষ ছিলেন। তাঁকে শুধু সতীর্থরাই নন, প্রতিপক্ষ দলের ফুটবলাররাও সম্মান করতেন”।

ইতিমধ্যেই মহিলাদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের বিরুদ্ধে ম্যাচে উয়েফার কাছে পর্তুগাল দলকে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে দেওয়ার আবেদন জানিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। পর্তুগালের পাশাপাশি লিভারপুলের হয়েও বহু কীর্তি রয়েছে জোটার। লিভারপুলের প্রিমিয়ার লিগে দশ হাজার তম গোলটি করেছিলেন তিনিই।

Related articles

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...

১৭ দিনে সাতটি ধর্ষণ! বিজেপি রাজ্য ওড়িশায় গৃহবধূকে গণধর্ষণ দুই যুবকের 

ওড়িশায় ফের নারীনিগ্রহের ঘটনা। জাজপুর জেলার বৈরি থানার ভালুখাই জঙ্গলে ছাগল চরাতে গিয়ে মঙ্গলবার দুপুরে দুই দুষ্কৃতীর হাতে...

তামান্নার মৃত্যুতে এবার হাই কোর্টে পরিবার, ঘোলাজলে রাজনীতি সিপিএম-এর!

কালীগঞ্জ (kaliganj) বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিনই প্রাণ হারায় ৯ বছরের তামান্না খাতুন (Tamanna Khatun)। পরিবারের অভিযোগ, তৃণমূলের...

গিলের প্রশংসায় বীরেন্দ্র সেওয়াগ

ভারতের হয়ে টেস্টে প্রথম তিনশো রানের ইনিংস খেলার রেকর্ড করেছিলেন বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)। এদিন শুভমন গিলের (Shubman...
Exit mobile version