Monday, December 8, 2025

পুনেতে ধর্ষণ করে ‘সেলফি’ ডেলিভারি বয়ের, উচ্চবিত্ত আবাসনেও নেই নিরাপত্তা!

Date:

Share post:

নিরাপত্তার বেষ্টনী টপকে পুনে শহরের উচ্চবিত্ত নামকরা আবাসনে ধর্ষণের (Rape in Pune) ঘটনা! ফ্ল্যাটে ঢুকে ২২ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগ একটি কুরিয়ার সার্ভিস সংস্থার এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে! এখানেই শেষ নয়, মারাত্মক জঘন্য অপরাধের পর ঘটনাস্থল থেকে পালানোর আগে নির্যাতিতার ফোনে অভিযুক্ত যুবক ‘সেলফি’ তোলে বলেও বলে জানা গিয়েছে। সেই সঙ্গে লিখে যান—“আবার আসব”। এত দুঃসাহস! হতবাক পুলিশও।

কর্মসূত্রে মেয়েরা আজ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে। এমনকি পৃথিবীর বাইরেও কাজের জন্য থাকতে হচ্ছে মহিলা মহাকাশচারীকে। অথচ বাস্তবে সমাজের ছবিটা দেখে বাকরুদ্ধ হয়ে যেতে হয়। পুনে শহরের ধনী ব্যক্তিরা যে আবাসনে থাকেন সেখানে কুরিয়ার ডেলিভারি করতে আসা এক যুবক ফ্ল্যাটে ঢুকে অজ্ঞান করে যুবতীকে ধর্ষণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে আবাসনের নিরাপত্তা নিয়ে। ওই মহিলা যখন পিন নাম্বারের জন্য মোবাইল আনতে ঘরে ঢোকেন, তখন অভিযুক্ত দরজা বন্ধ করে দেয় বলে জানিয়েছেন নির্যাতিতা। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, ঘরে ঢুকে তরুণীর মুখে এক ধরনের তরল স্প্রে করেন অভিযুক্ত। ফলে জ্ঞান হারান ওই তরুণী। এই অবস্থার সুযোগ নিয়ে ধর্ষণ কিনা তা জানতে তদন্ত চলছে। তবে ওই যুবতীর মোবাইল থেকে অভিযুক্তের একটি সেলফি মোডের ছবি মিলেছে। ডেপুটি পুলিশ কমিশনার রাজকুমার শিণ্ডে (Rajkumar Shinde) জানান, অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক নির্যাতন-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। অভিযুক্তের সন্ধান চালাচ্ছে পুলিশ।

 

 

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...