পুনেতে ধর্ষণ করে ‘সেলফি’ ডেলিভারি বয়ের, উচ্চবিত্ত আবাসনেও নেই নিরাপত্তা!

Date:

Share post:

নিরাপত্তার বেষ্টনী টপকে পুনে শহরের উচ্চবিত্ত নামকরা আবাসনে ধর্ষণের (Rape in Pune) ঘটনা! ফ্ল্যাটে ঢুকে ২২ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগ একটি কুরিয়ার সার্ভিস সংস্থার এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে! এখানেই শেষ নয়, মারাত্মক জঘন্য অপরাধের পর ঘটনাস্থল থেকে পালানোর আগে নির্যাতিতার ফোনে অভিযুক্ত যুবক ‘সেলফি’ তোলে বলেও বলে জানা গিয়েছে। সেই সঙ্গে লিখে যান—“আবার আসব”। এত দুঃসাহস! হতবাক পুলিশও।

কর্মসূত্রে মেয়েরা আজ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে। এমনকি পৃথিবীর বাইরেও কাজের জন্য থাকতে হচ্ছে মহিলা মহাকাশচারীকে। অথচ বাস্তবে সমাজের ছবিটা দেখে বাকরুদ্ধ হয়ে যেতে হয়। পুনে শহরের ধনী ব্যক্তিরা যে আবাসনে থাকেন সেখানে কুরিয়ার ডেলিভারি করতে আসা এক যুবক ফ্ল্যাটে ঢুকে অজ্ঞান করে যুবতীকে ধর্ষণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে আবাসনের নিরাপত্তা নিয়ে। ওই মহিলা যখন পিন নাম্বারের জন্য মোবাইল আনতে ঘরে ঢোকেন, তখন অভিযুক্ত দরজা বন্ধ করে দেয় বলে জানিয়েছেন নির্যাতিতা। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, ঘরে ঢুকে তরুণীর মুখে এক ধরনের তরল স্প্রে করেন অভিযুক্ত। ফলে জ্ঞান হারান ওই তরুণী। এই অবস্থার সুযোগ নিয়ে ধর্ষণ কিনা তা জানতে তদন্ত চলছে। তবে ওই যুবতীর মোবাইল থেকে অভিযুক্তের একটি সেলফি মোডের ছবি মিলেছে। ডেপুটি পুলিশ কমিশনার রাজকুমার শিণ্ডে (Rajkumar Shinde) জানান, অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক নির্যাতন-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। অভিযুক্তের সন্ধান চালাচ্ছে পুলিশ।

 

 

spot_img

Related articles

কলকাতার সঙ্গে জুড়ে গেল চিন: ঘোষণা হল প্রথম উড়ানের দিন

ভারত সরকার চিনের সঙ্গে নতুনভাবে যোগাযোগের বার্তা দিয়েছিল। ভারত ও চিনের মধ্যে সরাসরি উড়ানের প্রস্তাবও হয়েছিল। এবার কলকাতা...

দুর্গাপুজোর বিসর্জনে বিপর্যয় মধ্যপ্রদেশে: ট্রাক্টর উল্টে মৃত ১১

দুর্গাপুজোর বিসর্জনে বড়সড় বিপর্যয় মধ্যপ্রদেশের (Madhyapradesh) খান্ডোয়া জেলায়। বিসর্জনের গ্রামবাসী বোঝাই ট্রাক্টর (tractor) উল্টে গিয়ে জলে পড়ে যান...

ধুলো ঝেড়ে প্রস্তুত কাশ্মীর, শুধু যাদের অপেক্ষা তারাই নেই

শাওনী দত্ত, গুলমার্গঅফ সিজন হোক বা ফুল, সুযোগ পেলেই বাঙালি কাশ্মীর-দর্শনটা সেরে ফেলতে পছন্দ করে। তবে এপ্রিলের পরে...

বিজয়া দশমীতে শুভেচ্ছার বহর মোদির: ভোটের সমীকরণ!

আগে কবে দেশবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী, মনে করা দুষ্কর। যতদূর মনে পড়ে, ২০২০ সালের পর আবার এই...