অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon) কোচিংয়েই ডুরান্ড কাপের (Durand Cup) মঞ্চে নামবে ইস্টবেঙ্গল (Eastbengal)। বিদেশি ফুটবলারদের নামার খুব একটা সম্ভাবনা নেই বললেই চলে। তবে লাল-হলুদের প্রধান কোচের তত্ত্বাবধানেই শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে নামতে চলেছে তারা। বিদেশি না থাকলেও, সিনিয়র ফুটবলারদের নি.য়েই মাঠে নামবে লাল-হলুদ ব্রিগেড। বেশ কয়েকদিন ধরেই নানান কথাবার্তা শোনা যাচ্ছিল। কিন্তু শেষপর্যন্ত অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon) তত্ত্বাবধানেই নামবে ইস্টবেঙ্গল (Eastbengal)।
এবারের দল গঠনে বিশেষ জোর দিয়েছে ইস্টবেঙ্গল। গত কয়েকবারের খারাপ পারফরম্যান্স নিয়ে শেষবার জোর সমালোচনার মুখে পড়েছিল ইস্টবেঙ্গল (Eastbengal)। সেই থেকেই নিজেদের আরও ভালোভাবে প্রস্তুতি শুরু করেন তারা। দল গঠনে বিশেষ জোর দেয় লাল-হলুদ ব্রিগেড। থংবই সিংটোকে এবার হেড অব ফুটবল হিসাবে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। এরপর থেকেই জোর কদমে শুরু হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের দল গঠন।
বিদেশিদের পাশাপাশি ভালো দেশীয় ফুটবলারদেরও দলে তুলে নিয়েছিল ইস্টবেঙ্গল। আবার ডুরান্ড কাপ দিয়ে শুরু হচ্ছে মরসুম। সেখানে এবার পূর্ণশক্তি নিয়েই মাঠে নামবে লাল-হলুদ ব্রিগেড। তবে বিদেশি ফুটবলাররা আসছেন না সম্ভবত। দেশিয় ব্রিগেড নিয়েই মাঠে নামবেন অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। কয়েকদিনের মধ্যেই নাকি শহরে চলে আসছেন অস্কার ব্রুজোঁও। আগামী ১০ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু হয়ে যাবে ইস্টবেঙ্গলের।
ডুরান্ড কাপকেই আইএসএলের আগে নিজেদের পাখির চোখ করছে লাল-হলুদ ব্রিগেড। এই প্রতিযোগিতায় লাল-হলুদের ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।
–
–
–
–
–
–
–
–
–
–
–