Wednesday, December 3, 2025

কয়েক ঘণ্টার ব্যবধানে ফের পাকিস্তানি সেলেবদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা!

Date:

Share post:

পহেলগামে জঙ্গি হামলার (Pahelgam Attack) পর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। এই সিদ্ধান্তের কার্যকরী পদক্ষেপ হিসেবে পাকিস্তানি সেলেব থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হয়। কিন্তু বুধবার (২ জুলাই) আচমকাই দেখা যায় মায়া আলি, হানিয়া আমির, ফাওয়াদ খান, ইকরা আজিজ হুসেন, শাহিদ আফ্রিদিদের প্রোফাইল এ দেশে দেখা যাচ্ছে। জল্পনা বাড়ে, তাহলে কি নিষেধাজ্ঞা তুলে নিল নয়া দিল্লি? কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার সকাল থেকে দেখা যায় ফের অ্যাকাউন্টগুলি ভ্যানিশ হয়ে গেছে। ভারতীয় নেটিজেনরা আর পাক সেলেবদের অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন না।

গত ২২ এপ্রিল কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারতের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে প্ররোচনামূলক এবং সাম্প্রদায়িক উসকানিমূলক বিষয়বস্তু প্রচারের অভিযোগে ওঠে পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে। ভারতে তাদের ব্লক করে দেওয়া হয়। শাহিদ আফ্রিদির মতো ‘ভারত বিরোধী’ ক্রিকেটারদের অ্যাকাউন্টও ছিল সেই তালিকায়। পাকিস্তানি সেলেব্রেটি মাওরা হোসেন, আয়েজা খান, সনম সইদ, মায়া আলিসহ একাধিক সেলিব্রেটিদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলকে ভারতে ব্লক লিস্ট করা হয়। কিন্তু বুধবার সেগুলো সবই অ্যাক্টিভ দেখা যাচ্ছিল। এই নিয়ে জল্পনা- আলোচনা শুরু হতে না হতেই বৃহস্পতিবার সকালে দেখা গেল এই পুরনো ছবি। হানিয়া আমির, ফাওয়াদ খানদের অ্যাকাউন্ট খুলতে গেলে বলা হচ্ছে, “এই অ্যাকাউন্টটি ভারতে।উপলব্ধ নয়। আমরা আইনি অনুরোধ মেনে এই কনটেন্ট সীমাবদ্ধ করেছি।” তাহলে কি ফের জারি নিষেধাজ্ঞা? সরকারি তরফে এই সংক্রান্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

 

spot_img

Related articles

এসআইআর আতঙ্কে তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী গৃহবধূ! হাওড়ায় অসুস্থ বিএলও

এসআইআর সংক্রান্ত চাপে একই দিনে দুটি মর্মান্তিক ঘটনা ঘটল রাজ্যে। কোচবিহারের তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী হলেন এক গৃহবধূ, অন্যদিকে...

স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি করল স্বাস্থ্যবন্ধু প্রকল্প। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের শিবিরগুলিতে চিকিৎসা...

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...