Thursday, November 6, 2025

কয়েক ঘণ্টার ব্যবধানে ফের পাকিস্তানি সেলেবদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা!

Date:

পহেলগামে জঙ্গি হামলার (Pahelgam Attack) পর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। এই সিদ্ধান্তের কার্যকরী পদক্ষেপ হিসেবে পাকিস্তানি সেলেব থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হয়। কিন্তু বুধবার (২ জুলাই) আচমকাই দেখা যায় মায়া আলি, হানিয়া আমির, ফাওয়াদ খান, ইকরা আজিজ হুসেন, শাহিদ আফ্রিদিদের প্রোফাইল এ দেশে দেখা যাচ্ছে। জল্পনা বাড়ে, তাহলে কি নিষেধাজ্ঞা তুলে নিল নয়া দিল্লি? কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার সকাল থেকে দেখা যায় ফের অ্যাকাউন্টগুলি ভ্যানিশ হয়ে গেছে। ভারতীয় নেটিজেনরা আর পাক সেলেবদের অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন না।

গত ২২ এপ্রিল কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারতের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে প্ররোচনামূলক এবং সাম্প্রদায়িক উসকানিমূলক বিষয়বস্তু প্রচারের অভিযোগে ওঠে পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে। ভারতে তাদের ব্লক করে দেওয়া হয়। শাহিদ আফ্রিদির মতো ‘ভারত বিরোধী’ ক্রিকেটারদের অ্যাকাউন্টও ছিল সেই তালিকায়। পাকিস্তানি সেলেব্রেটি মাওরা হোসেন, আয়েজা খান, সনম সইদ, মায়া আলিসহ একাধিক সেলিব্রেটিদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলকে ভারতে ব্লক লিস্ট করা হয়। কিন্তু বুধবার সেগুলো সবই অ্যাক্টিভ দেখা যাচ্ছিল। এই নিয়ে জল্পনা- আলোচনা শুরু হতে না হতেই বৃহস্পতিবার সকালে দেখা গেল এই পুরনো ছবি। হানিয়া আমির, ফাওয়াদ খানদের অ্যাকাউন্ট খুলতে গেলে বলা হচ্ছে, “এই অ্যাকাউন্টটি ভারতে।উপলব্ধ নয়। আমরা আইনি অনুরোধ মেনে এই কনটেন্ট সীমাবদ্ধ করেছি।” তাহলে কি ফের জারি নিষেধাজ্ঞা? সরকারি তরফে এই সংক্রান্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version