Monday, November 10, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের বেশিরভাগ ব্যাটাররা ব্যর্থ হলে, সেই কঠিন পরিস্থিতি থেকেই ভারতীয় দলের রাশ ধরেন শুভমন গিল (Shubman Gill)। তাঁর হাত ধরে ভারত যেমন ঘুরে বেড়ায়, তেমনই একাধিক রেকর্ডও গড়েছেন ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। ধোনি, বিরাট কোহলিদের সঙ্গে এক তালিকায় নামও তুললেন তিনি। সেইসঙ্গে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ব্যাটার হিসাবে গড়লেন এক বিরল ইতিহাসও।

ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি ইনিংস খেলেন শুভমন গিল (Shubman Gill)। এর আগে কোনও ভারতীয় ব্যাটারই এই কাজটা করে দেখাতে পারেননি। এবার সেটাই করলেন শুভমন গিল। শুধুমাত্র এটাই নয়। আরও বেশ কিছু রেকর্ডও গড়েছেন শুভমন গিল। সেইসঙ্গে ইংল্যান্ডের মাটিতে কেরিয়ারের সর্বোচ্চ রানের ইনিংসও খেলে ফেললেন ভারতীয় দলের অধিনায়ক।

ভারতীয় দলের অধিনায়ক হিসাবে তিনিই দ্বিতীয় যে এজবাস্টনে টেস্ট সেঞ্চুরি করেছেন। এর আগে একমাত্র বিরাট কোহলিরই এই রেকর্ড ছিল। সেই তালিকাতে নাম তুলে ফেললেন শুভমন গিলও। শুধু বিরাট কোহলি নয়, মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও এক তালিকায় নিজের নাম তুললেন গিল।

এজবাস্টনে ধোনি, কোহলির পর তিনিই তৃতীয় ব্যাটার হিসাবে ৫০+ রান করার নজির গড়েছেন। এছাড়া তিনিই তৃতীয় অধিনায়ক হিসাবে এজবাস্টনে অর্ধশতরানও করলেন। দ্বিতীয় দিনই ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম দেড়শত রান করার নজিরও গড়ে ফেলেছেন শুভমন গিল।

Related articles

চেন্নাই ছেড়ে দিচ্ছে জাদেজাকে! জল্পনার মধ্যেই উধাও ইনস্টাগ্রাম প্রোফাইলও

আগামী ১৫ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction 2026) হতে পারে। গত বছরই মেগা নিলাম হয়েছে। ফলে সব...

ইডেনে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল! আশার সঙ্গে রয়েছে আশঙ্কাও

টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।  ইতিমধ্যেই প্রাথমিকভাবে কয়েকটি ভেন্যুকে বেছে নিয়েছে বিসিসিআই। বাংলার ক্রিকেটপ্রেমীদের...

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যাঁদের নাম আছে তাঁদের মধ্যে অন্যতম হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়( Surendranath Banarjee)। তিনি ছিলেন ব্রিটিশ...

খাবারে বিষ প্রয়োগে গণহত্যা, বিজেপি রাজ্যে বসে ষড়যন্ত্র! দুই রাজ্যে গ্রেফতার ৫ ‘জঙ্গি’

গুজরাট। হরিয়ানা। দেশের মানুষের নিরাপত্তার পরিস্থিতি ঠিক কেমন, তা ফের প্রমাণিত হল। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বসেই নিরাপদে ভারতে...
Exit mobile version