Wednesday, August 20, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের বেশিরভাগ ব্যাটাররা ব্যর্থ হলে, সেই কঠিন পরিস্থিতি থেকেই ভারতীয় দলের রাশ ধরেন শুভমন গিল (Shubman Gill)। তাঁর হাত ধরে ভারত যেমন ঘুরে বেড়ায়, তেমনই একাধিক রেকর্ডও গড়েছেন ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। ধোনি, বিরাট কোহলিদের সঙ্গে এক তালিকায় নামও তুললেন তিনি। সেইসঙ্গে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ব্যাটার হিসাবে গড়লেন এক বিরল ইতিহাসও।

ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি ইনিংস খেলেন শুভমন গিল (Shubman Gill)। এর আগে কোনও ভারতীয় ব্যাটারই এই কাজটা করে দেখাতে পারেননি। এবার সেটাই করলেন শুভমন গিল। শুধুমাত্র এটাই নয়। আরও বেশ কিছু রেকর্ডও গড়েছেন শুভমন গিল। সেইসঙ্গে ইংল্যান্ডের মাটিতে কেরিয়ারের সর্বোচ্চ রানের ইনিংসও খেলে ফেললেন ভারতীয় দলের অধিনায়ক।

ভারতীয় দলের অধিনায়ক হিসাবে তিনিই দ্বিতীয় যে এজবাস্টনে টেস্ট সেঞ্চুরি করেছেন। এর আগে একমাত্র বিরাট কোহলিরই এই রেকর্ড ছিল। সেই তালিকাতে নাম তুলে ফেললেন শুভমন গিলও। শুধু বিরাট কোহলি নয়, মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও এক তালিকায় নিজের নাম তুললেন গিল।

এজবাস্টনে ধোনি, কোহলির পর তিনিই তৃতীয় ব্যাটার হিসাবে ৫০+ রান করার নজির গড়েছেন। এছাড়া তিনিই তৃতীয় অধিনায়ক হিসাবে এজবাস্টনে অর্ধশতরানও করলেন। দ্বিতীয় দিনই ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম দেড়শত রান করার নজিরও গড়ে ফেলেছেন শুভমন গিল।

Related articles

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, এখন থেকে ঠিক দু'ঘণ্টার মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে...

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...
Exit mobile version