Thursday, July 3, 2025

মাঝ আকাশে খসে পড়ল জানলার ফ্রেম, স্পাইসজেটের দাবি—“নেই কোনও ঝুঁকি”

Date:

আকাশে ওড়ার মাঝপথে হঠাৎই খুলে পড়ল জানলার একটি ফ্রেম! ঘটনাটি ঘটেছে স্পাইসজেটের (Spicejet) Q400 গোয়া থেকে পুনে যাওয়ার একটি উড়ানে। সম্প্রতি আমেদাবাদ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২৬০ জন। তখন থেকেই বিমানের নিরাপত্তা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। সামনে এসেছে ইন্ডিগোর ফ্লাইতেও সমস্যার কথাও। কিন্তু সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই এই ঘটনা। আচমকা মাঝআকাশে স্পাইসজেট বিমানের জানলার ফ্রেম খুলতেই মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে কোনও দুর্ঘটনা ঘটেনি। বিমানটিকে পুনেতে অবতরণ করানো হয়েছে।

জানা গেছে, ২ জুলাই সকালে স্পাইসজেটের একটি Q400 উড়ান (SG-3703) গোয়া থেকে পুনের উদ্দেশ্যে রওনা দেয়। উড়ানের কিছুক্ষণ পর, প্রায় ৫০০০ ফুট উচ্চতায়, বিমানের একটি জানলার ভিতরের ফ্রেম হঠাৎই ঢিলে হয়ে যায় এবং আংশিকভাবে খুলে পড়ে। যাত্রীদের মধ্যে একাংশ আতঙ্কিত হয়ে পড়ে এবং একজন যাত্রী সেই দৃশ্যের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যদিও বিমান সংস্থা দাবি করেছে, এটি শুধুমাত্র একটি ‘কসমেটিক অংশ’—এর সঙ্গে যাত্রী সুরক্ষা বা বিমানের গঠনগত নিরাপত্তার কোনও সম্পর্ক নেই।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন উড়ানে একাধিক যান্ত্রিক ত্রুটির খবর উঠে আসায় যাত্রীদের মধ্যে একপ্রকার আস্থার অভাব তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে স্পাইসজেটের (Spicejet) ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে বিমান রক্ষণাবেক্ষণ ও যাত্রী নিরাপত্তা নিয়ে। তবে উড়ান নিরাপত্তা সংস্থাগুলির মতে, “এই ধরনের ইন্টেরিয়র প্যানেল খুলে যাওয়া বিরল হলেও, তা সরাসরি ফ্লাইট সেফটির সঙ্গে যুক্ত নয়। তবু বিষয়টিকে হালকা ভাবে নেওয়া যায় না। ” আরও পড়ুন:কাকার সঙ্গে প্রেম! সুপারি কিলার দিয়ে স্বামীকে ‘খুন’ নববধূর

air india

Related articles

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...

১৭ দিনে সাতটি ধর্ষণ! বিজেপি রাজ্য ওড়িশায় গৃহবধূকে গণধর্ষণ দুই যুবকের 

ওড়িশায় ফের নারীনিগ্রহের ঘটনা। জাজপুর জেলার বৈরি থানার ভালুখাই জঙ্গলে ছাগল চরাতে গিয়ে মঙ্গলবার দুপুরে দুই দুষ্কৃতীর হাতে...

তামান্নার মৃত্যুতে এবার হাই কোর্টে পরিবার, ঘোলাজলে রাজনীতি সিপিএম-এর!

কালীগঞ্জ (kaliganj) বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিনই প্রাণ হারায় ৯ বছরের তামান্না খাতুন (Tamanna Khatun)। পরিবারের অভিযোগ, তৃণমূলের...

গিলের প্রশংসায় বীরেন্দ্র সেওয়াগ

ভারতের হয়ে টেস্টে প্রথম তিনশো রানের ইনিংস খেলার রেকর্ড করেছিলেন বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)। এদিন শুভমন গিলের (Shubman...
Exit mobile version