Tuesday, November 4, 2025

মাঝ আকাশে খসে পড়ল জানলার ফ্রেম, স্পাইসজেটের দাবি—“নেই কোনও ঝুঁকি”

Date:

আকাশে ওড়ার মাঝপথে হঠাৎই খুলে পড়ল জানলার একটি ফ্রেম! ঘটনাটি ঘটেছে স্পাইসজেটের (Spicejet) Q400 গোয়া থেকে পুনে যাওয়ার একটি উড়ানে। সম্প্রতি আমেদাবাদ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২৬০ জন। তখন থেকেই বিমানের নিরাপত্তা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। সামনে এসেছে ইন্ডিগোর ফ্লাইতেও সমস্যার কথাও। কিন্তু সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই এই ঘটনা। আচমকা মাঝআকাশে স্পাইসজেট বিমানের জানলার ফ্রেম খুলতেই মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে কোনও দুর্ঘটনা ঘটেনি। বিমানটিকে পুনেতে অবতরণ করানো হয়েছে।

জানা গেছে, ২ জুলাই সকালে স্পাইসজেটের একটি Q400 উড়ান (SG-3703) গোয়া থেকে পুনের উদ্দেশ্যে রওনা দেয়। উড়ানের কিছুক্ষণ পর, প্রায় ৫০০০ ফুট উচ্চতায়, বিমানের একটি জানলার ভিতরের ফ্রেম হঠাৎই ঢিলে হয়ে যায় এবং আংশিকভাবে খুলে পড়ে। যাত্রীদের মধ্যে একাংশ আতঙ্কিত হয়ে পড়ে এবং একজন যাত্রী সেই দৃশ্যের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যদিও বিমান সংস্থা দাবি করেছে, এটি শুধুমাত্র একটি ‘কসমেটিক অংশ’—এর সঙ্গে যাত্রী সুরক্ষা বা বিমানের গঠনগত নিরাপত্তার কোনও সম্পর্ক নেই।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন উড়ানে একাধিক যান্ত্রিক ত্রুটির খবর উঠে আসায় যাত্রীদের মধ্যে একপ্রকার আস্থার অভাব তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে স্পাইসজেটের (Spicejet) ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে বিমান রক্ষণাবেক্ষণ ও যাত্রী নিরাপত্তা নিয়ে। তবে উড়ান নিরাপত্তা সংস্থাগুলির মতে, “এই ধরনের ইন্টেরিয়র প্যানেল খুলে যাওয়া বিরল হলেও, তা সরাসরি ফ্লাইট সেফটির সঙ্গে যুক্ত নয়। তবু বিষয়টিকে হালকা ভাবে নেওয়া যায় না। ” আরও পড়ুন:কাকার সঙ্গে প্রেম! সুপারি কিলার দিয়ে স্বামীকে ‘খুন’ নববধূর

air india

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...
Exit mobile version