ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র! বিহার অভিযানে ধাক্কা খেল কমিশন

Date:

Share post:

বিহার ভোটের আগে নতুন ষড়যন্ত্র! নির্বাচন কমিশনকে (Election Commission) সামনে রেখে কেন্দ্রের বিজেপি সরকার নেমেছে নোংরা খেলায়। নির্বাচন কমিশন বিহার ভোটকে সামনে রেখে যে বিশেষ সংশোধন প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নিয়েছে, তা আসলে সাধারণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত। এমনটাই মনে করছে তৃণমূল (TMC)-সহ বিরোধী দলগুলি। সবাই এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে এককাট্টা।

ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR অর্থাৎ বিশেষ সংশোধনের নামে বিহারে অভিযানে নেমেছে নির্বাচন কমিশন (Election Commission)। সাধারণ ভোটার বিরক্ত। আধার, ভোটার কার্ড, জব কার্ড ইত্যাদি নথি থাকা সত্ত্বেও কমিশন তা মানতে রাজি হচ্ছে না। কমিশনের এই পদক্ষেপকে গণতন্ত্র ও ভোটাধিকারের উপর সরাসরি আঘাত বলে মনে করা হচ্ছে। যেখানে ২০ বছরেরও বেশি সময়ে ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধনীর কাজ হয়নি, সেখানে হঠাৎ করে ভোটের মুখে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিল কেন? তাহলে কি এর নেপথ্যে কোনও বিশেষ অভিষন্ধি লুকিয়ে রয়েছে। বিহারের পরেই বাংলায় ভোট। রয়েছে অন্যান্য অবিজেপি রাজ্যের ভোটও। তবে কি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার এক গোপন ষড়যন্ত্রে লিপ্ত কেন্দ্রের বিজেপি? তাই কমিশনকে দিয়ে এই কাজ করানোর হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে! হঠাৎ ভোটের মুখে এসে এত বড় প্রক্রিয়া শুরুর অর্থ কী?

বিহারেই (Bihar) কমিশনের অভিযান জোর ধাক্কা খেয়েছে। কমিশনকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে পৌনে ৮ কোটি ভোটারের তথ্য যাচাই এক মাসের মধ্যে কোনওভাবেই সম্ভব নয়। কোনও পূর্ব পরিকল্পনা ছাড়া এটা করার অর্থ হল গরিব, সংখ্যালঘু ও প্রান্তিক মানুষদের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র রচনা করা। যাঁদের কাছে জন্ম শংসাপত্র নেই, তাঁরা কী করে তা দেখাবেন? যাঁরা প্রতি বছর বন্যায় নথিপত্র হারিয়ে ফেলেন, তাঁরাই বা কী করবেন? বিহারের ২০ শতাংশেরও বেশি মানুষ জীবিকার কারণে রাজ্যের বাইরে থাকেন। তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য এটা একটা ফাঁদ। তা কিছুতেই মেনে নেওয়া হবে না। এর নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ।
আরও খবরআজব শিক্ষা ব্যবস্থা! নীতীশের বিহারে ১০০-তে ২৫৭ পেয়ে ফেল পড়ুয়া

spot_img

Related articles

মেঘালয় বিধানসভার বিরোধী দলের মুখ্য সচেতক তৃণমূল বিধায়ক চার্লস পিনগ্রোপ

মেঘালয় বিধানসভায় বিরোধী দলের মুখ্য সচেতক হিসেবে দায়িত্ব পেলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক চার্লস পিনগ্রোপ। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে আনুষ্ঠানিকভাবে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

মার্কিন যুক্তরাষ্ট্রে স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিদেশমন্ত্রকে চিঠি হায়দরাবাদের যুবতীর

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বিদেশমন্ত্রককে চিঠি লিখলেন ভারতীয় যুবতী। কিছুদিন আগে...

ভালো আচরণের ‘পুরস্কার’: মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

যে রাঁধে সে চুলও বাঁধে! সৌন্দর্য প্রতিযোগিতার (Miss International India) মঞ্চে মুকুট জিতেই জীবনের পথে থেমে থাকেননি তিনি।...