Friday, July 4, 2025

ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র! বিহার অভিযানে ধাক্কা খেল কমিশন

Date:

Share post:

বিহার ভোটের আগে নতুন ষড়যন্ত্র! নির্বাচন কমিশনকে (Election Commission) সামনে রেখে কেন্দ্রের বিজেপি সরকার নেমেছে নোংরা খেলায়। নির্বাচন কমিশন বিহার ভোটকে সামনে রেখে যে বিশেষ সংশোধন প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নিয়েছে, তা আসলে সাধারণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত। এমনটাই মনে করছে তৃণমূল (TMC)-সহ বিরোধী দলগুলি। সবাই এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে এককাট্টা।

ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR অর্থাৎ বিশেষ সংশোধনের নামে বিহারে অভিযানে নেমেছে নির্বাচন কমিশন (Election Commission)। সাধারণ ভোটার বিরক্ত। আধার, ভোটার কার্ড, জব কার্ড ইত্যাদি নথি থাকা সত্ত্বেও কমিশন তা মানতে রাজি হচ্ছে না। কমিশনের এই পদক্ষেপকে গণতন্ত্র ও ভোটাধিকারের উপর সরাসরি আঘাত বলে মনে করা হচ্ছে। যেখানে ২০ বছরেরও বেশি সময়ে ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধনীর কাজ হয়নি, সেখানে হঠাৎ করে ভোটের মুখে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিল কেন? তাহলে কি এর নেপথ্যে কোনও বিশেষ অভিষন্ধি লুকিয়ে রয়েছে। বিহারের পরেই বাংলায় ভোট। রয়েছে অন্যান্য অবিজেপি রাজ্যের ভোটও। তবে কি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার এক গোপন ষড়যন্ত্রে লিপ্ত কেন্দ্রের বিজেপি? তাই কমিশনকে দিয়ে এই কাজ করানোর হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে! হঠাৎ ভোটের মুখে এসে এত বড় প্রক্রিয়া শুরুর অর্থ কী?

বিহারেই (Bihar) কমিশনের অভিযান জোর ধাক্কা খেয়েছে। কমিশনকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে পৌনে ৮ কোটি ভোটারের তথ্য যাচাই এক মাসের মধ্যে কোনওভাবেই সম্ভব নয়। কোনও পূর্ব পরিকল্পনা ছাড়া এটা করার অর্থ হল গরিব, সংখ্যালঘু ও প্রান্তিক মানুষদের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র রচনা করা। যাঁদের কাছে জন্ম শংসাপত্র নেই, তাঁরা কী করে তা দেখাবেন? যাঁরা প্রতি বছর বন্যায় নথিপত্র হারিয়ে ফেলেন, তাঁরাই বা কী করবেন? বিহারের ২০ শতাংশেরও বেশি মানুষ জীবিকার কারণে রাজ্যের বাইরে থাকেন। তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য এটা একটা ফাঁদ। তা কিছুতেই মেনে নেওয়া হবে না। এর নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ।
আরও খবরআজব শিক্ষা ব্যবস্থা! নীতীশের বিহারে ১০০-তে ২৫৭ পেয়ে ফেল পড়ুয়া

spot_img

Related articles

নিপা ভাইরাস আক্রান্ত ২: কেরালায় শুরু কন্ট্যাক্ট ট্রেসিং

মাত্র দুমাসের ব্যবধানে ফের একবার নিপা ভাইরাসের (Nipah virus) থাবা কেরালায় (Kerala)। এবার দুই জেলায় দুজনের নিপা ভাইরাস...

পড়ুয়াদের দিশা দেখাতে কলকাতায় ‘প্রি-কাউন্সিলিং অ্যান্ড এডুকেশন ফেয়ার’, APAI-র উদ্যোগের প্রশংসা শোভনদেব-সত্যমের

দি অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশন,পশ্চিমবঙ্গের (APAI-WB) উদ্যোগে কলকাতার বুকে প্রথম বার আয়োজিত হল প্রি-কাউন্সিলিং ও এডুকেশন ফেয়ার।...

আজব শিক্ষা ব্যবস্থা! নীতীশের বিহারে ১০০-তে ২৫৭ পেয়ে ফেল পড়ুয়া

বিজেপি শাসিত বিহারে (Bihar) পরীক্ষার খাতায় নম্বর নিয়ে গণিতবিদরাও হতবাক। ১০০ নম্বরের পরীক্ষায় ২৫৭ পেলেন এক পড়ূয়া! এটা...

যৌন নির্যাতনের শিকার ব্যক্তির পরিচয় প্রকাশ শাস্তিযোগ্য অপরাধ! সতর্ক করল কলকাতা পুলিশ

কসবা ল কলেজে গণধর্ষণের পরে সেই নিয়ে বিভিন্ন মত উঠে আসছে। অনেকেই নিগৃহীতা বলে দাবি করে সংবাদ মাধ্যমে...