Wednesday, August 20, 2025

মজা করতে ৪ বছর পর সাপ্লিমেন্টারি চার্জশিট? পদ্মনেতা খুনে আদালতে ভর্ৎসিত CBI!

Date:

২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় (Post poll violence) বিজেপি নেতা খুনের অভিযোগে শুরু হওয়ার তদন্তের সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে CBI সময় নিল চার বছর! এটা কি মজা হচ্ছে? ঠিক এই ভাষাতেই শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে ভর্ৎসিত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলায় আগামী নির্বাচনের ঠিক আগে অভিজিৎ সরকার (Abhijit Sarkar) খুনের ঘটনায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে বিজেপি সরকারের অঙ্গুলি হিলনে চলা তদন্তকারী সংস্থা সিবিআই। এদিন সেই মামলায় আদালতে বিচারক প্রশ্ন করেন, ”৪ বছরে কাউকে গ্রেফতারের চেষ্টা করেছেন? কাউকে গ্রেফতার করতে হবে, প্রয়োজন মনে করেছিলেন?” জবাবে সিবিআই (CBI )জানায় আগে যে অফিসার এই ঘটনা তদন্ত করছিলেন তিনি কাউকে গ্রেফতার করার প্রয়োজনীয়তা বোধ করেননি। এরপরই বিচারক বলেন,”এটা কি মজা হচ্ছে?” তৃণমূল কংগ্রেসের তরফে CBI-র এই পদক্ষেপকে আগেই রাজনৈতিক লিফলেট বলে দাবি করা হয়েছিল। এদিন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, আসন্ন বিধানসভা ভোটের নির্বাচনী প্রচার হিসেবে বিজেপির হাতে অস্ত্র তুলে দিতে সিবিআই গল্প লিখেছে, এসব কোর্টে টিকবে না।

আজ থেকে চার বছর আগে ২০২১ সালের ২ জুলাই ভোট-পরবর্তী হিংসা মামলায় বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের (Abhijit Sarkar Murder) ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে দেয় কলকাতা হাইকোর্ট। সিবিআই প্রথমে একটি চার্জশিট জমা দিলেও তদন্তে উঠে আসে আরও কিছু তথ্য।তার ভিত্তিতেই এদিন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ে। এরপরই এই ঘটনায় কোনও গ্রেফতারি হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। সিবিআইয়ের তরফে জানানো হয় এখনও পর্যন্ত কোনও গ্রেফতারি নেই। এই বক্তব্য শুনে বিচারক ক্ষোভের সুরে বলেন, তার মানে এখনও ওয়ারেন্ট জারির প্রয়োজন নেই বলে মনে করছেন?” এরপরই সিবিআই-কে চার্জশিটের কপির সঙ্গে সমন জারির নির্দেশ দিয়েছে আদালত। কেন্দ্রীয় সংস্থা এই কাজের জন্য এক মাস সময় চেয়েছে বলে জানা গেছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, এত বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনার সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে যদি এত সময় লাগে, তাহলে খুব স্বাভাবিকভাবেই তদন্ত নিয়ে সন্দেহ জাগবে। কোর্টেরও সেটাই মনে হয়েছে। এতদিন পর কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা যে উদ্দেশ্যপ্রণোদিত সে কথা ফের মনে করান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version