Saturday, July 5, 2025

বিজেপি মানেই ডবল ভণ্ডামি! মহারাষ্ট্র-রাজস্থানে প্রাণ হাতে নিয়ে নদী পারাপার খুদে-বয়স্কদের

Date:

ডিজিটাল ইন্ডিয়ার বিজেপি শাসিত মহারাষ্ট্র এবং রাজস্থানে খুদে পড়ুয়া থেকে বয়স্করা জীবন হাতে নিয়ে নদী পারাপার করছে। কী করছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ? কেন এই হাল? নজর কি শুধু ভোটের দিকে? ভোটে জিতে গদিতে বসলেই রাজ্যের উন্নয়নের কথা ভুলে যাচ্ছেন? এই দুই রাজ্যের অবস্থা দেখে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। ডবল ইঞ্জিন নয়, বিজেপি মানেই ডবল ভণ্ডামি! বলছে ঘাসফুল শিবির।

একদিকে মহারাষ্ট্রের পালঘর জেলার ওয়াদা তালুকের নাকরপাড়া এবং জুগ্রে পাড়া গ্রামের একদল খুদে একহাতে জুতো, অন্য হাতে সহপাঠীর হাত ধরে খরস্রোতা নদী পেরোচ্ছে। এতটাই বিপজ্জনক নদী পারাপার যে, কোনও কারণে হাত ফসকালে বা পা পিছলে গেলেই ঘটবে ভয়াবহ ঘটনা। মহারাষ্টের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে তৃণমূল আক্রমণ করে লিখেছে,”কাঁধে ব্যাগ, চোখে ভবিষ্যতের স্বপ্ন—এই ছোট ছোট শিশুরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রওনা দেয় স্কুলের উদ্দেশে। রাখাড়ি নদীর ওপর বাঁধের উপর দিয়ে হাত ধরাধরি করে হেঁটে যায়, কারণ আজও সেতু হয়নি।এটাই ‘ডবল ইঞ্জিন’ মহারাষ্ট্রের বাস্তব চিত্র। ফড়নবিশ-শিন্ডে’র জোট সরকারের কাছে এই শিশুদের প্রাণের কোনও দাম নেই। বছর ধরে দাবি সত্ত্বেও কোনও সেতু হয়নি, কারণ বিজেপি সরকারের কাছে উন্নয়ন মানে শুধুই ক্যামেরার ফ্ল্যাশ আর সংবাদপত্রের হেডলাইন।”

অন্যদিকে রাজস্থানে একই হাল। রাজস্থানের ধোলপুরে বর্ষায় নদী পার হতে হচ্ছে টিউবের উপর চৌকি বসিয়ে! এই ভিডিও তুলে ধরে তৃণমূল জানিয়েছে, “বিজেপি-শাসিত রাজস্থানের ধোলপুর! অনুন্নয়ন যেখানে নিত্যদিনের সঙ্গী। বর্ষায় নদী পার হতে হয় টিউবের উপর চৌকি বসিয়ে! খুদে পড়ুয়া থেকে বয়স্ক মানুষ, এভাবেই জীবন হাতে নিয়ে পারাপার করতে হয় প্রায় ২,০০০ মানুষকে!ভোট এলেই ‘সবকা সাথ’ বলে চিৎকার করা বিজেপি, এটাই কি মোদি সরকারের উন্নয়ন মডেল? ডবল ইঞ্জিন নয়, বিজেপি মানেই ডবল ভণ্ডামি!”

 

Related articles

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে...

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...
Exit mobile version