Wednesday, December 24, 2025

এগিয়ে থেকেও সুরুচির সঙ্গে ড্র ইস্টবেঙ্গলের

Date:

Share post:

এগিয়ে থেকেও শেষরক্ষা হল না। সুরুচি সঙ্ঘের সঙ্গে ১-১ গোলে ড্র ইস্টবেঙ্গলের (Eastbengal)। প্রথমার্ধে গুইতের (Guite) গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু সেই গোল ধরে রাখতে পারল না তারা। যদিও এদিন ইস্টবেঙ্গল (Eastbengal) সুযোগ অনেক পেয়েছিল, কিন্তু তা কাজে লাগাতে পারেনি। আর তারই খেসারত দিতে হল পয়েন্ট নষ্ট করে। রঞ্জন ভট্টাচার্যের সুরুচির (Suruchi Sangha) সঙ্গে ড্র করে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল লাল-হলুদ ব্রিগেডকে।

প্রথম ম্যাচে মেসার্সের বিরুদ্ধে বিরাট ব্যাবধানে জিতেছিল ইস্টবেঙ্গল (Eastbengal)। সেই ম্যাচে ৭-০ গোলে জেতার পর যে ইস্টবেঙ্গল ফুটবলারদের আত্মবিশ্বাস তুঙ্গে ছিল তা বলার অপেক্ষা রাখে না। তবে চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি মনতোষ। আর সেটা যে খানিকটা লাল-হলুদের দল গোছাতে একটু সমস্যার তৈরি করেছিল তা বলাই বাহুল্য। যদিও এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলাই শুরু করেছিল ইস্টবেঙ্গল।

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোল কের ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন গুইতে। বিরতির পরও বেশ কিছু সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু বারবারই আটকে গিয়েছেন তারা। কিন্তু সেখানেই লাল-হলুদের জালে বল জড়িয়ে দেয় সুরুচি সঙ্ঘ। এরপর আর চেয়েও ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল। শেষপর্যন্ত ম্যাচ শেষ হয় ১-১ গোলে। এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল লাল-হলুদ ফুটবলাররা।

spot_img

Related articles

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...

মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর, মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি

মাদার ডেয়ারির সঙ্গে জুড়ছে বাংলার ডেয়ারি। ফলে মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই...

ফের জমবে আড্ডা! আদালতের স্থগিতাদেশে ১৬ দিন পর খুলল গ্লেনারিজের বার 

দার্জিলিং সফর মানেই গ্লেনারিজে বসে আড্ডা—এই ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পাহাড় শহরের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁ। সেই গ্লেনারিজের বার...

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন...