Tuesday, August 26, 2025

জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই চলছিল। অপেক্ষাটা ছিল শুধু ঘোষণা হওয়ার। আসন্ন মরসুমে মোহনবাগান সুপারজায়ান্টের (MBSG) জার্সিতেই ফের মাঠে নামতে চলেছেন কিয়ান নাসিরি (Kiyan Nassiri)। আইএসএল শেষ হওয়ার পরই মোহনবাগানে (MBSG) ফিরতে চাইছিলেন তিনি। তাঁকে নিতেও আগ্রহ দেখিয়েছিল মোহনবাগান সুপারজায়ান্ট। শেষপর্যন্ত কিয়ান নাসিরির সঙ্গে তিন বছরের চুক্তি সারল সবুজ-মেরুন ব্রিগেড। ২০২৩ সালে শেষবার মোহনবাগানের জার্সিতে মাঠে নেমেছিলেন কিয়ান (Kiyan Nassiri)। এরপরই অবশ্য চেন্নাইয়িন এফসিতে চলে গিয়েছিলেন তিনি।

মাঝে একবছর মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিল না এই তরুণ ফুটবলারের। এই ক্লাব থেকেই উঠে এসেছে কিয়ান নাসিরি। আইএসএলে অভিষেক হয়েছিল তাঁর সবুজ-মেরুন জার্সিতেই। কিন্তু মাঝে এক বছরের জন্য ছাড়াছাড়ি। গেম টাইমের কথা বলেই সেই সময় ছেড়েছিলেন ক্লাব। তবে চেন্নাইয়িন এফসিতে গিয়েও সেভাবে মাঠে নামার সুযোগ পাচ্ছিলেন না এই তরুণ ফুটবলার।

এরপর থেকেই ফের মোহনবাগানে (MBSG) ফেরার কথা শোনা যাচ্ছিল। মোহনবাগানের জার্সিতে অভিষেক মরসুমেই ডার্বিতে হ্যাটট্রিক করার রেকর্ড করেছিলেন কিয়ান নাসিরি। আবারও সেই মোহনবাগান সুপারজায়ান্টেই কিয়ান। তিনি জানিয়েছেন, “ফের কলকাতায় ফিরে ভালো লাগছে।  সুযোগ পেলে নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করবো। এই ক্লাবেই আমার প্রথম খেলা শুরু। সেই জন্যই এই ক্লাবের প্রতি আমার একটা আলাদা আবেগ আছে”।

এখন শুধুই মোহনবাগান সুপারজায়ান্টের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন জামশেদ নাসিরি পুত্র কিয়ান নাসিরির (Kiyan Nassiri)।

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...
Exit mobile version