Friday, July 4, 2025

গুলিবিদ্ধ তৃণমূল কোচবিহার পঞ্চায়েত সমিতির সদস্য! অভিযুক্ত বিজেপি 

Date:

Share post:

দলীয় কার্যালয় থেকে বেরোতেই পরপর পাঁচটি গুলি। বিজেপির দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন গুলিবিদ্ধ কোচবিহারের (Coochbihar) তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য রাজু দে। ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকেই অভিযোগের আঙুল উঠেছে। কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের দাবি, কোচবিহার ২ ব্লকে সম্প্রতি বিজেপি দুষ্কৃতীদের (BJP goons) দাপাদাপি বেড়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারির দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয় থেকে কাজ সেরে বেরোতেই পাঁচ রাউন্ড গুলি চালানো হয় কোচবিহার ২ (Coochbihar-2) পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের উপর। গুলিবিদ্ধ রাজু দে তৃণমূল কংগ্রেসের কোচবিহার ২ ব্লকের সাধারণ সম্পাদক। ঝিনাইডাঙা এলাকায় এই হামলার পরে কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন  আছেন রাজু দে। একটি কালো স্করপিও গাড়ি করে এসে হামলা চালানো হয়।

গুলি বিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে শুক্রবার  সকাল থেকে কোচবিহার ২ নম্বর ব্লকে  বিক্ষোভ মিছিল প্রতিবাদ আন্দোলন চলবে বলে জানান তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি (TMC district president) অভিজিৎ দে ভৌমিক। সভাপতির অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা (BJP goons) এই ঘটনার সাথে যুক্ত বলে আমাদের বিশ্বাস। তিনি আরও জানান, ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত কালো স্করপিও গাড়িটিকে আটক করেছে। অবিলম্বে দুষ্কৃতীদেরকে গ্রেফতারির দাবিতে সরব তৃণমূল কংগ্রেস৷

spot_img

Related articles

ধান উৎপাদনে সর্বকালের রেকর্ড: কৃষি দফতরের স্বীকৃতিতে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

একের পর এক কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনা। বিজেপি শাসিত রাজ্যে ক্রমাগত তলানিতে কৃষকদের অবস্থা। আত্মহত্যার সব রেকর্ড পার সেখানকার...

দুর্গোৎসবের শুরু: খুঁটি পুজো হয়ে গেল নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির, এবারের থিম কী?

কলকাতার বুকে এক নতুন পুজো বলা চলে নিউটাউন সর্বজনীনকে। মাত্র ৩ বছরের মধ্যেই কলকাতা তথা গোটা রাজ্যে সাড়া...

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...