দলীয় কার্যালয় থেকে বেরোতেই পরপর পাঁচটি গুলি। বিজেপির দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন গুলিবিদ্ধ কোচবিহারের (Coochbihar) তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য রাজু দে। ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকেই অভিযোগের আঙুল উঠেছে। কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের দাবি, কোচবিহার ২ ব্লকে সম্প্রতি বিজেপি দুষ্কৃতীদের (BJP goons) দাপাদাপি বেড়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারির দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয় থেকে কাজ সেরে বেরোতেই পাঁচ রাউন্ড গুলি চালানো হয় কোচবিহার ২ (Coochbihar-2) পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের উপর। গুলিবিদ্ধ রাজু দে তৃণমূল কংগ্রেসের কোচবিহার ২ ব্লকের সাধারণ সম্পাদক। ঝিনাইডাঙা এলাকায় এই হামলার পরে কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন রাজু দে। একটি কালো স্করপিও গাড়ি করে এসে হামলা চালানো হয়।

গুলি বিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে কোচবিহার ২ নম্বর ব্লকে বিক্ষোভ মিছিল প্রতিবাদ আন্দোলন চলবে বলে জানান তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি (TMC district president) অভিজিৎ দে ভৌমিক। সভাপতির অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা (BJP goons) এই ঘটনার সাথে যুক্ত বলে আমাদের বিশ্বাস। তিনি আরও জানান, ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত কালো স্করপিও গাড়িটিকে আটক করেছে। অবিলম্বে দুষ্কৃতীদেরকে গ্রেফতারির দাবিতে সরব তৃণমূল কংগ্রেস৷

–


–


–
–

–
–
–

–

–

–

–
