Saturday, August 23, 2025

নানা বাধা পেরিয়ে এবছর শুরু হয়ছে অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। আর শুরুতেই বিপত্তি। অমরনাথের  উদ্দেশে যাওয়ার পথে বাসের কনভয়ে একটির পিছনে একটির ধাক্কা। ঘটনায় আহত অন্তত ৩৬ জন পুণ্যার্থী। তবে কারও আঘাত তেমন গুরুতর নয় বলে সূত্রের খবর।

শনিবার সকালে পুণ্যার্থীদের একটি দল বাসে জম্মুর ভগবতী নগর থেকে যাচ্ছিলেন। কড়া নিরাপত্তায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল বাসের (Bus) একটি কনভয়। পুণ্যার্থীদের প্রাতরাশ সারতে রামবন জেলার চান্দেরকূটের কাছে বাসগুলি দাঁড়ানোর কথা ছিল। হঠাৎ করেই কনভয়ের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসে ধাক্কা মারে যার ফলে পর পর চারটি বাসের মধ্যে সংঘর্ষ হয়।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পরে বাস থেকে নামিয়ে যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে, তিন-চার জন যেতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। ওই যাত্রীদের রামবন জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ-প্রশাসনের শীর্ষস্থানীয় আধিকারিকেরা ঘটনার তদন্ত করছেন। বাসগুলি জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ধরে দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে যাচ্ছিল। সেখান থেকে পুণ্যার্থীরা হেঁটে অমরনাথ গুহায় যাওয়ার কথা।

অমরনাথ যাত্রা (Amarnath Yatra) ৩ জুলাই থেকে শুরু হয়েছে। ১৯ অগাস্ট পর্যন্ত এই চলার কথা। ৫২ দিনের অমরনাথে এবার দর্শন পর্ব দু’টি যাত্রাপথে হবে। অনন্তনাগের ৪৮ কিলোমিটারের নুনওয়ান-পহেলগাম এবং এবং গান্ডেরওয়ালের ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের পুরনো বালতালের পথে। পহলগাম রুটে তুলনায় কম দূরত্বের কিন্তু বেশি চড়াইয়ের বালতাল রুট। পহলগাম রুট চন্দনওয়ারি, শেষনাগ এবং পঞ্চতার্নি পেরিয়ে অমরনাথ পৌঁছয়।
আরও খবরমর্মান্তিক দুর্ঘটনা সম্ভলে, বিয়ে করতে যাওয়ার পথে মৃত্যু বর-সহ ৮ জনের

পহলগাম জঙ্গি হামলা ও তার পাল্টা অপারেশন সিন্দুরের পরে কড়া নিরাপত্তায় মুড়িয়ে ফেলা হয়েছে অমরনাথ যাত্রাপথ। নিরাপত্তা সংক্রান্ত সব ব্যবস্থা করতে করতে একাধিক কড়া পদক্ষেপ করেছে পুলিশ-প্রশাসন।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version