Sunday, December 28, 2025

আগামী দুবছর ইস্টবেঙ্গলেই সৌভিক চক্রবর্তী

Date:

Share post:

ডুরান্ড কাপের আগেই ইস্টবেঙ্গলের (Eastbengal) সঙ্গে আরও দুই মরসুমের চুক্তি বাড়ল সৌভিক চক্রবর্তীর (Souvik Chakrabarti)। শনিবারই তাঁর সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল লাল-হলুদ শিবির। গতবার ইস্টবেঙ্গলের মাঝমাঠের অন্যতম প্রধান ভরসা ছিলেন সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti)। আগামী মরসুমের জন্যই শুধু নয়, দুই মরসুমের জন্য তাঁর সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল লাল-হলুদ ব্রিগেড। এবার জোর কদমে দল গোছাতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (Eastbengal)। সেখানেই সৌভিকের নাম প্রথমবার ঘোষণা করল তারা।

মাঝে শোনা গিয়েছিল যে সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti) নাকি ক্লাব ছাড়তে চলেছেন। শেষপর্যন্ত তেমনটা হচ্ছে না। ইস্টবেঙ্গলেই থাকছেন সৌভিক। হেড অব ফুটবল থংবই সিংটো (Thangboi Singto) তাঁকে  রাখতে পেরে যেমন খুশি। তেমনই ইস্টবেঙ্গল যে তাঁর ওপর ভরসা রেখেছে তাতে আপ্লুত সৌভিক চক্রবর্তীও।

সৌভিকের (Souvik Chakrabarti) প্রসঙ্গে অস্কার ব্রুজোঁ জানিয়েছেন, ইস্টবেঙ্গলের মতো একটা আইকনিক ক্লাবের সঙ্গে তিন বছরের সময় কাটাতে পারাটা সত্যিই গর্বের মুহূর্ত। ইস্টবেঙ্গলের হয়ে আমি সুপার কাপ জিতেছি। শুধুমাত্র তাই নয় ইস্টবেঙ্গলের সঙ্গে বহু ভালো স্মৃতি রয়েছে আমার। একজন সিনিয়র ফুটবলার হিসাবে আগামী দুই মরসুমে আরও ভালো পারফরম্যান্স করার চেষ্টা করব আমি। সেইসঙ্গে তরুণ ফুটবলারদের আরও উদ্বুদ্ধও করার চেষ্টা করব।

কোচ এবং হেড অব ফুটবল থংবোই সিংটোর সঙ্গে আলোচনা করেই যে এই সিদ্ধান্ত তা বলার অপেক্ষা রাখে না। তাঁর মতো মিড ফিল্ডারকে রাখতে পেরে খুশি কোচ অস্কার ব্রুজোঁও। এছাড়া থংবোই সিংটোও চেয়েছিলেন সৌভিককে রেখে দিতে। আগামী ডুরান্ডে ইস্টবেঙ্গল পূর্ণশক্তি নিয়ে মাঠে নামবে। সেখানে সৌভিককেও দেখা যাবে তা বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

জামিনের আবেদন খারিজ, জেল হেফাজতের সময়সীমা বাড়ল শতদ্রুর

যুবভারতী ক্রীড়াঙ্গনে ও বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের(Shatadru Dutta )১৪ দিনের পুলিশি হেফাজতের মেয়াদ এদিন শেষ...

উলুবেড়িয়ায় SIR শুনানিতে অ্যাম্বুলেন্সে হাজিরা অসুস্থ বৃদ্ধর, বিজেপির ‘দালাল’ কমিশনকে তোপ তৃণমূলের 

প্রথমে অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) নামে বৈধ ভোটার বাদ দেওয়ার চেষ্টা। এরপর শুনানির নামে বাংলার মানুষকে প্রতিনিয়ত...

অসুস্থ মেয়ে, তবু ছাড় নেই বাবার: হাসপাতালে বসেই BLO-র দায়িত্ব পালন

মেয়ে ৩ দিন হাসপাতালে ভর্তি। কিন্তু তাতেও বিরাম নেই বিএলও (BLO) বাবার। পাঁশকুড়ার ১৭২ নম্বর বুথের বিএলও অতনু...

কেউ কিছু করতে পারবে না! বিজেপির ধর্ষকের আত্মবিশ্বাস কোথা থেকে, স্পষ্ট করল তৃণমূল

নারী সম্মান তো দূরের কথা। ধর্ষণ শ্লীলতাহানির মতো ঘটনায় পুলিশ প্রশাসনকেও ভয় পায় না ধর্ষকরা। অবাক লাগলেও এটাই...