Wednesday, November 5, 2025

মোহনবাগানের (MBSG) চার শর্ত। সেটা মানলে তবেই নাকি ডুরান্ড কাপে (Durand Cup) নামবে মোহনবাগান সুপারজায়ান্ট। ইতিমধ্যেই চিঠি দিয়ে সেই কথা ডুরান্ড কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে সবুজ-মেরুন (MBSG) ম্যানেজমেন্টের তরফে। যদিও এখনও পর্যন্ত ডুরান্ডের তরফে মোহনবাগানের কাছে কোনও রকম উত্তর আসেনি। আর তাই ডুরান্ডে মোহনবাগানের খেলা ঘিরে যে ঘোর অনিশ্চয়তা রয়েই গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

কয়েকদিন আগেই ডুরান্ডের (Durand Cup) তরফে মোহনবাগানের (MBSG) কাছে একটা চিঠি দেওয়া হয়েছিল। খেলার কথা জানার জন্যই নাকি সেই চিঠি ছিল। তার উত্তরেই মোহনবাগান সুপারজায়ান্টের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে। সেখানেই চারটি শর্ত। যার মধ্যে প্রধান শর্ত হল প্রস্তুতির জন্য মাঠ এবং টিকিট। এই মুহূর্তে মোহনবাগানকে(MBSG) প্রস্তুতি সারতে হচ্ছে সেন্টার অব এক্সিলেন্সের টার্ফে। ইতিমধ্যেই মাঠ নিয়ে নিয়েছে ডুরান্ড কমিটি। প্রস্তুতি নিয়ে বেশ সমস্যায় পড়েছে সবুজ-মেরুন ক্লাব।

সেইসঙ্গে গত দুই মরসুমে টিকিট নিয়ে বারবার কালোবাজারির অভিযোগ উঠেছিল। পর্যাপ্ত পরিমাণ টিকিট পায়নি মোহনবাগান। মোহনবাগানের ম্যাচেও মোহনবাগানের সমর্থকরা টিকিট পায়নি পর্যাপ্ত। সেই নিয়ে জোর সমালোচনা হয়েছিল। এবার সেই থেকেই শুরু হয়েছিল নানান কথাবার্তা। সেই কথাই এবার নিজেদের শর্তে জানানো হয়েছে মোহনবাগান সুপারজায়ান্টের তরফে।

এর পাশাপাশি আরও দুটো শর্ত দেওয়া হয়েছে সবুজ-মেরুনের তরফে। যদিও এখনও পর্যন্ত ডুরান্ডের তরফে মোহনবাগানের কাছে কোনওরকম উত্তর দেওয়া হয়নি। এছাড়া আরও একটা ব্যপার অবশ্য রয়েছে, যার ওপর মোহনবাগানের ডুরান্ড খেলা সবচেয়ে বেশি নির্ভর করছে।

আগামী ১৮ জুলাই রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। সেখানে যদি ফেডারেশনের বিরুদ্ধে রায় যায় এবং আইএসএল বন্ধ হয়ে যায়। তবে ডুরান্ড কাপে নামা থেকে বিরতই থাকবে মোহনবাগান সুপারজায়ান্ট।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version