Thursday, August 21, 2025

অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য ৭ জেলায় পুষ্টিকর খাবার প্যাকেট বিতরণে উদ্যোগ রাজ্যের

Date:

অতিরিক্ত অপুষ্টিতে ভোগা শিশুদের (Undernourished child) জন্য রাজ্য সরকার সাত জেলায় পুষ্টিকর খাবারের বিশেষ প্যাকেট বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। খাদ্য ও সরবরাহ দফতরের তরফে ইতিমধ্যেই টেন্ডার ডেকে বেসরকারি সংস্থা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সংস্থা ওই শিশুদের জন্য নির্ধারিত পুষ্টি মান মেনে খাদ্য প্রস্তুত করবে এবং তা নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দেবে। এই প্রকল্পে প্রথম পর্যায়ে সাতটি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলি হল— বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা। জানা গেছে, আদিবাসী ও গ্রামীণ এলাকার শিশুদের মধ্যেই এই ধরনের তীব্র অপুষ্টি দেখা যাচ্ছে বেশি।

খাদ্য দফতর সূত্রে জানা গেছে, পুষ্টি প্যাকেটে থাকবে এমন খাদ্য যা একটি শিশুর দৈনিক ক্যালোরি ও প্রোটিনের চাহিদা মেটাতে সক্ষম। প্যাকেট তৈরির প্রতিটি ধাপে মানা হবে স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তার নির্দেশিকা। শিশুদের হাতে নির্দিষ্ট সময়ের মধ্যে প্যাকেট পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য।এই প্রকল্প রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন পুষ্টি ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত উদ্যোগের পরিপূরক হিসেবে কাজ করবে বলে জানানো হয়েছে। প্রশাসন সূত্রের খবর, শুধুমাত্র খাদ্য দান নয়, তৃণমূলস্তরে অপুষ্টির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। খাদ্য দফতরের মতে, এই প্রকল্পে সঠিক সরবরাহ, স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে বিশেষ নজরদারি থাকবে। অপুষ্ট শিশুদের (Undernourished child) সুস্থভাবে বড় হয়ে ওঠার পথ সুগম করতেই এই পরিকল্পনা, যা রাজ্যে শিশু মৃত্যুহার কমাতে কার্যকর নিতে পারবে বলেই আশা করা হচ্ছে। আরও পড়ুন : ঝাড়খণ্ডে বে-আইনি কয়লাখনিতে ধস: মৃত ৪, আটকে বহু

Related articles

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...
Exit mobile version