Tuesday, November 4, 2025

খুলছে সাউথ ক্যালকাটা ল কলেজ, পড়ুয়াদের জন্য একাধিক নির্দেশিকা

Date:

শিক্ষা দফতরের অনুমতি ছাড়াই প্রশাসনিক তদন্তের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছিল সাউথ ক্যালকাটা ল কলেজ (South Calcutta Law College)। সোমবার থেকে সেই কলেজ খোলার বিজ্ঞপ্তি (notification) জারি হল। পড়ুয়াদের স্বার্থেই প্রশাসনিক নির্দেশ মেনেই খোলা হবে কলেজ।

ছাত্রীকে কলেজ ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগের পর থেকেই তদন্তের স্বার্থে বন্ধ করে দেওয়া হয় সাউথ ক্যালকাটা ল কলেজ। কলকাতা পুলিশের অনুমতি ছাড়া কলেজে প্রবেশে জারি হয় নিষেধাজ্ঞা। সেই সময়ই কলেজের পড়ুয়াদের কলেজে আসা থেকে বিরত রাখতে অনির্দিষ্ট কালের জন্য কলেজ বন্ধ থাকার বিজ্ঞপ্তি জারি করা হয়।

তবে কলেজ কর্তৃপক্ষের এই বিজ্ঞপ্তিতে বিরক্তি প্রকাশ করেন খোদ শিক্ষামন্ত্রী। কলেজ পড়ুয়ারা কলেজের বাইরে এসে কলেজ খোলার দাবি জানাতে থাকে। এরপরই বৈঠকে বসে কলেজের পরিচালন সমিতি (governing body)। ফের শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে সোমবার থেকে কলেজ খোলার কথা জানানো হয়।

কলেজ খুললেও পুলিশি নির্দেশ মেনে জারি থাকছে একাধিক নিষেধাজ্ঞা। হাইকোর্টের নির্দেশমতো খুলবে না কলেজের ছাত্র সংসদের ঘর। পুলিশি তদন্তের স্বার্থে খোলা থাকবে না নিরাপত্তা রক্ষীর ঘর। কলেজে মোতায়েন থাকবে কড়া পুলিশি ঘেরাটোপ। একদিকে ফর্ম ফিলাপ চলবে, অন্যদিকে পঠন পাঠনের কাজও চলবে। পরিচালন সমিতির (governing body) সদস্যরা প্রথমদিন কলেজ খোলার সময় উপস্থিত থেকে সরেজমিনে দেখবেন পড়ুয়াদের সমস্যার সংক্রান্ত বিষয়গুলি।

আরও পড়ুন: ফেরার পালা জগন্নাথের, দিঘায় রথের রশিতে টানের অপেক্ষায় লক্ষাধিক ভক্ত

সেই সঙ্গে পড়ুয়াদের জন্যও জারি থাকছে ক্যাম্পাসে একাধিক বিধিনিষেধ। সোমবার থেকে কলেজের প্রবেশ ও কলেজ থেকে বেরোনোর সময় কড়াভাবে মানা হবে। সকাল ৮টা থেকে বেলা ২টো পর্যন্ত খোলা থাকবে কলেজ। ২টোর সময় নবনিযুক্ত নিরাপত্তা আধিকারিক বরুণ মাহালি কলেজ পরীক্ষা করে তালা লাগিয়ে দেবেন। সোমবার প্রথম সেমেস্টারের পড়ুয়ারা ফর্ম ফিলাপ করবে। চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমেস্টারের (semester) পড়ুয়াদের পঠন পাঠন হবে। তবে প্রত্যেক পড়ুয়াকে নিজেদের যথাযথ কলেজ আই কার্ড নিয়ে কলেজের গেটে দেখিয়ে প্রবেশ করতে হবে। কোনও কাজ ছাড়া কলেজে পড়ুয়ারা প্রবেশ করতে পারবে না, জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version