‘মেডে মেডে মেডে’, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

রুদ্রযোগী ও-কে দূর বিমানে
নিমগ্ন রহিয়াছে যেন ধ্যানে …

পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেন যাত্রীদের প্রাণ বাঁচানোর । কিন্তু হায় , সবটা যে তার হাতে থাকে না । আবহাওয়া , পরিবেশ , পরিস্থিতি ও ভাগ্য অনুকূলে থাকলে পাইলটের ‘ মেডে কল ‘ ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ।

আমেদাবাদে সদ্য ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে যাত্রীদের প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন পাইলট ।এয়ার ট্রাফিক কন্ট্রোল বা  এটিসি-কে ‘ মেডে কল ‘ দেন তিনি । মাটি ছাড়ার দু’তিন মিনিটের মধ্যেই চিকিৎসক পড়ুয়াদের হস্টেলে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ‘ এ আই ১৭১ ‘ উড়োজাহাজ । সঙ্গেসঙ্গেই আগুন ধরে যায় ‘ ৭৮৭-৮ ‘ ড্রিমলাইনার মডেলের ওই বিমানে । দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগে ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে মেডে কল পাঠান , কিন্তু তাতে এক্ষেত্রে কোনো লাভ হয় নি । এই বিমানের সহকারী পাইলটের আসনে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার ।

‘ মেডে ‘ কী ?
এর অর্থই বা কী ?
এই কল নিয়মানুযায়ী তিনবার দিতে হয় । যেমন , মেডে মেডে মেডে ।

‘ মেডে ‘ হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত বেতারে পাঠানো জরুরি বিপদ সংকেত । বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি , বিমানে অগ্নিকাণ্ড বা বিমান নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীদের প্রাণহানির ঝুঁকি তৈরি হলে এই ‘ মেডে ‘ কল দিয়ে থাকেন পাইলট । জাহাজের ক্যাপ্টেনদেরও এই রেডিও সিগন্যাল ব্যবহারের অনুমতি রয়েছে । আকাশে উড়ন্ত জাহাজ থেকে এই জরুরি কল বা সংকেত এলে সমস্ত কাজ বাদ দিয়ে বিমান যাত্রীদের জীবন রক্ষার ব্যবস্থা করার জন্য তৎপর হয়ে ওঠে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি । এক্ষেত্রে পাইলট , বিমানটির পরিচয় , তার জরুরি অবতরণের জায়গা এবং বিমানে থাকা যাত্রীসংখ্যা নিয়ে যুদ্ধকালীন ভিত্তিতে রিপোর্ট করার নিয়ম চালু রয়েছে । মেডে কল তিনবার ( মেডে মেডে মেডে ) বলার কারণ ট্রান্সমিশনে ত্রুটির কারণে যাতে সেই সংকেত পেতে কোনো সমস্যা না হয় ।

১৯২০ শতকের গোড়ার দিকে ‘ মেডে ‘ কলের সূচনা হয় । সূচনা করেন লন্ডনের ক্রয়ডন বিমানবন্দরের বেতার আধিকারিক ফ্রেডেরিক স্ট্যানলি মকফোর্ড। বিশেষজ্ঞদের ধারণা ফরাসি শব্দ ‘ মেডর ‘ থেকে এটি তৈরি করেন তিনি। ‘ মেডর ‘ মানে , ‘ আমাকে সাহায্য করুন। ‘মকফোর্ডের যুক্তি ছিল , বেতারে এই সংকেত ভেসে এলে সহজেই বোঝা যাবে যে , নির্দিষ্ট বিমানটি পড়েছে দুর্ঘটনার কবলে । ১৯২৩ সালের মধ্যে উড়োজাহাজের পাইলট এবং জাহাজের ক্যাপ্টেনদের কাছে দুর্ঘটনার সময় সাহায্য চাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট বেতার সংকেত আদর্শ হয়ে ওঠে । ১৯২৭ সালে আন্তর্জাতিক স্বীকৃতি পায় ‘ মেডে কল ‘ । এর আগে ১৯০৬ সাল থেকে জাহাজে আরেকটি বেতার সংকেত ( মোর্স কোড ) ব্যবহৃত হচ্ছিল । এর পোশাকি নাম ( SOS ,এস ও এস ) সেভ আওয়ার সোলস । এর পাশাপাশি ‘ মেডে কল ‘ আলাদাভাবে স্বীকৃতি পাওয়ায় পাইলট ও ক্যাপ্টেনদের অবশ্যই বাড়তি সুবিধা হয়েছে ।

জানা যাচ্ছে , ১২ জুন ( ২০২৫ ) বিমানবন্দরের ২৩ নম্বর রানওয়ে থেকে দুপুর ১ টা ৩৯ মিনিটে মাটি থেকে ওড়া শুরু করে এয়ার ইন্ডিয়ার ‘ এ আই ১৭১ ‘ । প্রায় সঙ্গেসঙ্গেই এটিসিতে’ মেডে কল ‘ দেন চালক সাভারওয়াল এবং সেই মুহূর্তেই পাল্টা তাঁর সঙ্গে যোগাযোগের মরিয়া চেষ্টা করে এ টি সি । কিন্তু কোনো উত্তর পাওয়া যায় নি। ‘ মেডে কল ‘ দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি বিমানবন্দর সংলগ্ন চিকিৎসক পড়ুয়াদের হস্টেলে ভেঙে পড়ে । মর্মান্তিক এই দুর্ঘটনায় সারা দেশ শোকস্তব্ধ হয়ে যায়।

আরও পড়ুন – ‘ব্যর্থ’ বিজেপির উপর মোহভঙ্গ! বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে পদযাত্রা তিপ্রামোথার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ধুলো ঝেড়ে প্রস্তুত কাশ্মীর, শুধু যাদের অপেক্ষা তারাই নেই

শাওনী দত্ত, গুলমার্গঅফ সিজন হোক বা ফুল, সুযোগ পেলেই বাঙালি কাশ্মীর-দর্শনটা সেরে ফেলতে পছন্দ করে। তবে এপ্রিলের পরে...

অহিংসা-শান্তি-একতা-সম্প্রীতির বাণী: গান্ধীজিকে স্মরণ মমতা ও অভিষেকের

২ অক্টোবর গান্ধী জয়ন্তী (Gandhi Jayanti)। দেশজুড়ে জাতির জনকের ১৫৬তম জন্মনবার্ষিকী উদযাপিত হচ্ছে। আজ শুধুমাত্র জাতীয় ছুটিই নয়,...

অদ্য পুজোর শেষ লগ্ন, নবমীতেই আগামী বছরের দুর্গোৎসবের কাউন্টডাউন শুরু

নবমী তিথি (Maha Navami) মানে আনন্দের মাঝেও আকাশে বাতাসে বিষাদের সুর। আবার এক বছরের প্রতীক্ষার পর উমাকে এভাবে...

অন্তহীন জুবিন, উৎপল সিনহার কলম 

মোর কোনো জাতি নাই মোর কোনো ধর্ম নাই মোর কোনো ভগবান নাই মই মুক্ত ময়েই কাঞ্চনজংঘা ...জাত-ধর্ম-ভগবান না মানা দামাল বেপরোয়া জুবিন...