ইংল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে শুভমন গিল (Shubman Gill)। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে দ্বিশতরান এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি। শুভমন গিল (Shubman Gill) এই মুহূর্তে ইংল্যান্ডের মাটিতে একাধিক রেকর্ড ভাঙার পথে রয়েছেন। সেই গিলকেই এবার বিরাট সার্টিফিকেট দিলেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার জনাথন ট্রট (Jonathan Trott)। তাঁর মতে বিরাট কোহলির পরিপূরক শুভমন গিল। শুধুমাত্র তাই নয় প্রথম টেস্টেও সেঞ্চুরি করেছিলেন শুভমন গিল।

বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট থেকে অবসর নিয়েছিলেন আইপিএল চলাকালীনই। তার জায়গা টেস্ট দলে কে সামলাবে তা নিয়েই চলছিল জোর জল্পনা। অন্তত প্রথম দুটো টেস্টেই সেই জবাবটা দিয়ে দিয়েছেন শুভমন গিল (Shubman Gill)। দ্বিতীয় টেস্টে তো তিনি একাই কার্যত শেষ করে দিয়েছিলেন ইংল্যান্ডের বোলিং লাইনআপকে। তাঁর মধ্যে এবার বিরাট কোহলিকেই দেখতে পাচ্ছেন জনাথন ট্রট।

এই প্রসঙ্গে জনাথন ট্রট জানিয়েছেন, “এদিন দেখিয়ে দিয়েছেন কতটা কমপ্যাক্ট ব্যাটার তিনি। তিনি যেন আমাকে এর আগের ভারতীয় দলের চার নম্বর ব্যাটারকে মনে করাচ্ছেন। কতটা অসাধারণ ক্রিকেটার ছিলেন তিনি। মনে হয় না কোনও সিরিজের একেবারে প্রথম দুটো টেস্টে এর থেকে ভালো শুরু কিছু একটা হতে পারে। তিনি হেডিংলিতেও জিততে চেয়েছিলেন কিন্তু সেটা হয়নি। তবে এখানে বোধহয় সেটা করেই ফেলবেন”।

দুটো টেস্টেই প্রায় ৬০০ রানের কাছে পৌঁছে গিয়েছেন শুভমন গিল। তাঁর সামনেই ভারতীয় হিসাবে রয়েছেন রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাসকর। শুভমন গিল যে গতিতে এগিয়ে চলেছেন তাতে তাদের পিছনে ফেলে দিলে খুব একটা যে হতবাক হওয়ার মতো কিছুই থাকবে না তা বলার অপেক্ষা রাখে না।

–

–

–

–

–

–

–
–
–
–
–