Saturday, November 15, 2025

মাত্র ১৪ বছর বয়সে একের পর এক রেকর্ড গড়ছে বৈভব সূর্যবংশী (Vibhav Suryavanshi)। ভারতীয় ক্রিকেটের ওয়ান্ডার কিডের তকমাও পড়ে গিয়েছে তাঁর গায়ে। সেই কিশোর ক্রিকেটারকে বাঁচাতেই এবার ময়দানে খোদ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বিরাট পারফরম্যান্সের পরই যে ক্রীড়াবিদদের কাছে বহু লোভনীয় প্রস্তাব আসতে থাকে তা বলার অপেক্ষা রাখে না। বৈভব সূর্যবংশীও (Vaibhav Suryavanshi) সেই আওতার বাইরে নয়। আর সেই বিজ্ঞাপনের লোভনীয় প্রস্তাবে পা দিয়েই বহু প্রতিভা হারিয়ে গিয়েছে। সূর্যের সঙ্গে যাতে তেমনটা না হয় সেই কাজই শুরু করে দিয়েছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।

অনুর্ধ্ব-১৯ প্রতিযোগিতায় ইংল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে ছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তাঁর রোল মডেল শুভমন গিল। আর ভাগ্যবশত দুজনই এখন ইংল্যান্ডে। অনুর্ধ্ব-১৯ দলের হয়ে শেষ ম্যাচে অবশেষে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) ব্যাট থেকে সেই কাঙ্খিত সেঞ্চুরির ছবি। সেখানেও রেকর্ড করেছেন তিনি। ৭৮ বলে ১৪৩ রানের ইনিংস খেলেছিলেন এই কিশোর ক্রিকেটার। গোটা ইনিংস জুড়ে ছিল শুধুই চার ও ছয়ের বন্যা। সেই পারফরম্যান্সেরই প্রশংসা করতে গিয়ে রবি শাস্ত্রী একটা বিরাট ব্যপার সকলের সামনে নিয়ে আসেন।

শাস্ত্রীর কথা থেকেই জানা যায় যে এই মুহূর্তে ছোট্ট বৈভবের কাছে নাকি একের পর এক লোভনীয় প্রস্তাব রয়েছে। আর সেখান থেকেই তাঁকে আগলে রাখছেন রাহুল দ্রাবিড়। শাস্ত্রী বলছিলেন, গতকাল এই বক্সের বাইরে আমি কুমার সঙ্গাকারার সঙ্গে কথা বলছিলাম। তখনই তিনি বলছিল যে বৈভবের কাছে নাকি ইতিমধ্যেই একের পর এক লোভনীয় প্রস্তাবের ঢল নেমেছে। সেটাই কেমনভাবে সামাল দেওয়া যায় সেটাই সবচেয়ে জরুরী। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল সেখানে রাহুল দ্রাবিড় রয়েছেন। তিনি এজন কোচ হওয়ার পাশাপাশি তাঁর মেন্টরও। তিনিই তাঁকে মাটির সঙ্গে থাকতে সাহায্য করবেন। কী অসাধারণ একটা প্রতিভা।

আইপিএলের নিলামেই এবার সারা ফেলেছিল বৈভব সূর্যবংশী। তখনও ১৪ বছর সম্পূর্ণ করেনি বৈভব। সেই সময়ই আইপিএলে তিনি। এরপর যখন আইপিএলে নামেন সেই সময় অবশ্য তাঁর ১৪ বছর বয়স হয়ে গিয়েছিল। আইপিএলে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন। এরপর ভারতীয় দলের জার্সিতেও দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন।

সেই সময় থেকেই তাঁর কাছে যে লোভনীয় নানান প্রস্তাব আসতে শুরু করেছে তা এবার সকলার সামনে। আর সেই সবের সামনেই এখন ঢাল হয়ে মাঠে নেমে পড়েছেন রাহুল দ্রাবিড়। এর আগেও আমরা দেখেছি পৃথ্বী শয়ের মতো ক্রিকেটাররা হারিয়ে গিয়েছেন। এই প্রতিভা যাতে হারিয়ে না যায় সেদিকেই এখন নজর ক্রিকেটার তৈরির কারিগড় রাহুল দ্রাবিড়ের।

Related articles

ফের রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু! কোন পথে যান চলাচল

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার আবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)। বিকল্পপথে যান চলাচলের বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ (Kolkata...

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...
Exit mobile version