Friday, November 28, 2025

দুবাইয়ের মাটিতে মধ্যরাতে ডোনাকে কেক খাইয়ে জন্মদিন সেলিব্রেশন মহারাজের

Date:

Share post:

৮ জুলাই দিনটি সৌরভ (Saurav Ganguly) ভক্তদের কাছে বিশেষভাবে স্মরণীয়। প্রিয় ‘দাদা’র জন্মদিন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা (Saurav Ganguly’s birthday) জানিয়েছেন অনুরাগীরা। তবে জন্মদিনের মধ্যরাতে শহর কলকাতা থেকে অনেকটা দূরে দুবাইয়ের মাটিতে স্ত্রী (Dona Ganguly) ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বিশেষ দিনের শুরুটা করে ফেললেন মহারাজ। ৫৩ তম জন্মদিনে দুবাইয়ের হোটেলে কেক কাটলেন প্রাক্তন ভারত অধিনায়ক। নিজে হাতে বার্থ ডে স্পেশাল কেক খাইয়ে দিলেন স্ত্রী ডোনা ও বন্ধুদের। এরপরই কলকাতায় ফিরে আসেন সৌরভ। আজ সারাদিন নিজের বাড়িতেই থাকছেন ‘বেহালার ছেলেটা’।

ক্রিকেট মাঠ থেকে শুরু করে বিজ্ঞাপন বা রিয়ালিটি শো-এর মঞ্চে নিজের প্রতিভার দাপুটে ‘দাদাগিরি’ দেখানোর পর সৌরভ এই মুহূর্তে ক্রিকেটের ধারাভাষ্য, বিশ্লেষণের পাশাপাশি ব্যবসা সংক্রান্ত নানা ধরনের প্রজেক্ট নিয়ে নিয়ে বেশ ব্যস্ত। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ শেষ হওয়ার পরে ইংল্যান্ডে যান সৌরভ। বার্মিংহামে ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) ম্যাচের প্রথম দুদিন মাঠে উপস্থিত ছিলেন। প্রথম দিন কিছুক্ষণের জন্য ম্যাচের মাঝে স্টুডিওয়ে বিশ্লেষক হিসেবে বসেন সৌরভ। লন্ডনে মেয়ে সানা থাকার কারণে ডোনাও আপাতত ওখানেই আছেন।ক্রিকেট ম্যাচ দেখার পাশাপাশি নাচের অনুষ্ঠান করেন শিল্পী। ‌ছুটির মেজাজে সময় কাটান গঙ্গোপাধ্যায় দম্পতি।‌ প্রত্যেক বছর সৌরভের জন্মদিনে বিভিন্ন ফ্যান ক্লাবের তরফ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়। এবছরেও ব্যতিক্রম হয়নি। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে অধিনায়ক সৌরভ থেকে শুরু করে লড়াকু দাদার বাইশ গজ কাঁপানো নানা মুহূর্ত কোলাজ ধরা দিয়েছে। জানা গেছে সোমবার কলকাতায় ফেরার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার সকালেই নিজের শহরে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। সোমবার রাতে দুবাইয়ের হোটেলে কেক কেটেই শহরে ফেরার বিমান ধরেন বার্থডে বয়।সিএবির (CAB) পক্ষ থেকেও বিকেলে জন্মদিনের একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

spot_img

Related articles

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ ছেলে...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...