দুবাইয়ের মাটিতে মধ্যরাতে ডোনাকে কেক খাইয়ে জন্মদিন সেলিব্রেশন মহারাজের

Date:

Share post:

৮ জুলাই দিনটি সৌরভ (Saurav Ganguly) ভক্তদের কাছে বিশেষভাবে স্মরণীয়। প্রিয় ‘দাদা’র জন্মদিন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা (Saurav Ganguly’s birthday) জানিয়েছেন অনুরাগীরা। তবে জন্মদিনের মধ্যরাতে শহর কলকাতা থেকে অনেকটা দূরে দুবাইয়ের মাটিতে স্ত্রী (Dona Ganguly) ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বিশেষ দিনের শুরুটা করে ফেললেন মহারাজ। ৫৩ তম জন্মদিনে দুবাইয়ের হোটেলে কেক কাটলেন প্রাক্তন ভারত অধিনায়ক। নিজে হাতে বার্থ ডে স্পেশাল কেক খাইয়ে দিলেন স্ত্রী ডোনা ও বন্ধুদের। এরপরই কলকাতায় ফিরে আসেন সৌরভ। আজ সারাদিন নিজের বাড়িতেই থাকছেন ‘বেহালার ছেলেটা’।

ক্রিকেট মাঠ থেকে শুরু করে বিজ্ঞাপন বা রিয়ালিটি শো-এর মঞ্চে নিজের প্রতিভার দাপুটে ‘দাদাগিরি’ দেখানোর পর সৌরভ এই মুহূর্তে ক্রিকেটের ধারাভাষ্য, বিশ্লেষণের পাশাপাশি ব্যবসা সংক্রান্ত নানা ধরনের প্রজেক্ট নিয়ে নিয়ে বেশ ব্যস্ত। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ শেষ হওয়ার পরে ইংল্যান্ডে যান সৌরভ। বার্মিংহামে ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) ম্যাচের প্রথম দুদিন মাঠে উপস্থিত ছিলেন। প্রথম দিন কিছুক্ষণের জন্য ম্যাচের মাঝে স্টুডিওয়ে বিশ্লেষক হিসেবে বসেন সৌরভ। লন্ডনে মেয়ে সানা থাকার কারণে ডোনাও আপাতত ওখানেই আছেন।ক্রিকেট ম্যাচ দেখার পাশাপাশি নাচের অনুষ্ঠান করেন শিল্পী। ‌ছুটির মেজাজে সময় কাটান গঙ্গোপাধ্যায় দম্পতি।‌ প্রত্যেক বছর সৌরভের জন্মদিনে বিভিন্ন ফ্যান ক্লাবের তরফ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়। এবছরেও ব্যতিক্রম হয়নি। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে অধিনায়ক সৌরভ থেকে শুরু করে লড়াকু দাদার বাইশ গজ কাঁপানো নানা মুহূর্ত কোলাজ ধরা দিয়েছে। জানা গেছে সোমবার কলকাতায় ফেরার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার সকালেই নিজের শহরে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। সোমবার রাতে দুবাইয়ের হোটেলে কেক কেটেই শহরে ফেরার বিমান ধরেন বার্থডে বয়।সিএবির (CAB) পক্ষ থেকেও বিকেলে জন্মদিনের একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

spot_img

Related articles

বাংলার অস্ত্র বোলিং, রঞ্জি অভিযান শুরুর আগে সৌরভের ভোকাল টনিক ঈশ্বরণদের

বুধবার ঘরের মাঠে রঞ্জি(Ranji Trophy) অভিযান শুরু করছে বাংলা(Bengal)। প্রতিপক্ষ উত্তরাখণ্ড। পূ্র্ণশক্তির দল নিয়েই খেলতে নামছে বঙ্গ ব্রিগেড।...

দলকে জিতিয়ে মাঠেই প্রাণ হারালেন বোলার, বাইশ গজে ফের মর্মান্তিক পরিণতি

খেলার মাঠে ফের মর্মান্তিক মৃত্যু। দলকে জিতিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বোলার। মৃত ক্রিকেটারের নাম আহমের খান(Ahmar Khan)।...

রিভিউ বিপক্ষ যেতে চটলেন বুমরাহ, ভারতীয় বোলারদের ধৈর্য্যের পরীক্ষা অব্যাহত

যত কাণ্ড কোটলাতেই। আহমেদাবাদে আড়াই দিনেই জয় হাসিল করেছিল ভারত। কিন্তু দিল্লিতে মন্থর পিচে জয় ভারতের দুয়ারে এসেও...

দুই ম্যাচে হার, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারবে হরমনপ্রীতরা?

একদিনের বিশ্বকাপে(ICC Women World Cup) পর পর দুই ম্যাচে হার ভারতের(India)। প্রথম দুই ম্যাচে জয় দিয়েই বিশ্বকাপের সূচনা...