Tuesday, August 26, 2025

চোখের পলকে মিথ্যাচার কেন্দ্রের মোদি সরকারের। এবার আন্তর্জাতিক স্তরের সেই মিথ্যাচারের পর্দাফাঁস হল। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের (Reuters) এক্স হ্যান্ডেল (X handle) ব্লক করে দেওয়া হয় ভারতে। ভারত সরকারের পক্ষ থেকে সটান সেই দোষ চাপিয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর ঘাড়ে। যাবতীয় ঘটনা সেখানেই ধামাচাপা পড়ে যাচ্ছিল, যদি না এক্স-এর পক্ষ থেকে মুখ খোলা হত। সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ভারতের তরফ থেকেই ৩ জুলাই রয়টার্সের অ্যাকাউন্ট ব্লকের (account block) নির্দেশ দেওয়া হয়। সেই মতো কাজ করেছিল এক্স। ফলে ফাঁস হয়ে গেল অন্যের ঘাড়ে নিজেদের কৃতকর্মের ভার চাপিয়ে দেওয়ার মোদি সরকারের মিথ্যাচার।

রবিবার আচমকাই দুপুরে ভারত থেকে রয়টার্সের এক্স হ্যান্ডেল ব্যবহার করা বন্ধ হয়ে যায়। এক্স থেকে ব্লক করে দেওয়া হলে যে ধরনের বিজ্ঞপ্তি দেখা যায়, এক্ষেত্রেও তাই দেখা যাচ্ছিল। বিভিন্ন মহল থেকে প্রতিবাদ করা হলে ভারতের তরফ থেকে সাফাই দেওয়া হয় ভারত কোনওভাবে রয়টার্সের (Reuters) হ্যান্ডেল ব্লক করতে বলেনি। এক্স-এর পক্ষ থেকে ভুল বশত এই কাজ করা হয়েছে। ভারত সরকার না কি ক্রমাগত এই ভুল সংশোধনের জন্য এক্স-এর সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে যাচ্ছে, জানানো হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (MIB) তরফে।

এরই পাল্টা মঙ্গলবার নিজেদের পক্ষে দাবি পেশ করে এক্স কর্তৃপক্ষ। তারা স্পষ্ট ঘোষণা করে ৩ জুলাই ২০২৫ ভারত সরকার ২,৩৫৫ এক্স অ্যাকাউন্ট ভারতে ব্লক করার নির্দেশ দেয়। এর মধ্যেই ছিল রয়টার্স ও রয়টার্স ওয়ার্ল্ড অ্য়াকাউন্ট দুটিও। অপরাধমূলক কাজের জন্য ব্লক করার নির্দেশ দেওয়া হয়। এমনকি এক্স-এর (X) পক্ষ থেকে এমন মারাত্মক দাবিও করা হয়, যে এক ঘণ্টার মধ্যে কোনও কারণ, যুক্তি না দেখিয়েই এই অ্যাকাউন্ট গুলি ব্লক (account block) করার নির্দেশ দেয় ভারত সরকার। এবং বলা হয় যতক্ষণ না ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে ততক্ষণ যেন অ্যাকাউন্টগুলি ব্লক থাকে।

আরও পড়ুন: প্যাকেজে সন্তান ধারণ! তান্ত্রিকের ‘বিধানে’ প্রাণ গেল উত্তরপ্রদেশের গৃহবধূর

এক্স-এর পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জানানো হয়, ভারতে চাপে পড়ে রয়টার্সের (Reuters) অ্যাকাউন্টের ব্লক খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ভারতে সংবাদ মাধ্যমের উপর সরকারের দমননীতির বিরুদ্ধে সব রকম আইনি ব্যবস্থা নেবে এক্স (X), জানানো হয় তাদের সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডেলে। সেই সঙ্গে যারা এই ধরনের ব্লকের কারণে ভুক্তোভোগী তাদেরও আইনি পথে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...
Exit mobile version