Saturday, November 8, 2025

অপ্রয়োজনীয় বিবাদ: পুলিশি সক্রিয়তায় সুকান্তর মামলায় আদালতের পর্যবেক্ষণ

Date:

রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় পুলিশ। এই পরিস্থিতিতে রাজ্যে যে কোনও ধরনের অরাজকতা তৈরি করতে তৎপর কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। যদিও তার অরাজকতায় পুলিশের বাধা নিয়ে আদালতের দ্বারস্থ হতেই আদালতের প্রশ্নের মুখে বিজেপির বিদায়ী রাজ্য সভাপতি। পুলিশর সক্রিয়তা নিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলে সুকান্ত মজুমদারের মামলায় আদালতের পর্যবেক্ষণ, এটি অপ্রয়োজনীয় মামলা।

সম্প্রতি তিনটি ঘটনায় শহরে অশান্তি তৈরি করতে চাইলে সুকান্ত মজুমদারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ (Kolkata Police)। সুকান্তর দাবি, কোনও কারণ ছাড়াই তাঁকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে লালবাজারের সেন্ট্রাল লোকাপে ১৬ ঘণ্টার বেশি আটকে রাখার ঘটনা ঘটেছে। তিনি অরাজকতা করবেন, কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ নিতে পারবে না – এমনই দাবি নিয়ে আদালতের দ্বারস্থ প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কার্যত ‘বিড়ম্বনা’ প্রকাশ করেন।

সুকান্তর দাবির পাল্টা আদালতে মঙ্গলবার রাজ্যের তরফে দাবি করা হয়, তিনি একটা উদাহরণ দেখান, যেখানে তিনি (Sukanta Majumder) কোথাও যাওয়ার জন্য অনুমতি চেয়েছিলেন, কিন্তু অনুমতি দেওয়া হয়নি। রাজ্য এই মামলার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে হলফনামা দেওয়ার অনুমতি চায়।

সেখানেই এই মামলা প্রসঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ একজন আমজনতা এসে বললে সেটা নিয়ে কোর্টকে হস্তক্ষেপ করতে হয়। কিন্তু একজন রাজনীতিক যদি এমন অভিযোগ করেন সেটা কোর্টের জন্য খুব বিড়ম্বনা। অপ্রয়োজনীয় বিবাদ।

আরও পড়ুন: কসবা নিয়ে মিথ্য়াচার বিজেপির ‘পর্যটকদের’! তিন প্রশ্ন তৃণমূলের

এই মামলায় উভয় পক্ষের হলফ নামা তলব করেছে কলকাতা হাই কোর্ট। মামলার পরবর্তী শুনানি ২৪ জুলাই।

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version