Wednesday, August 20, 2025

দাম থাকলে জল্পনা হয়, যাঁদের দাম নেই তাঁরা রাস্তায় গড়াগড়ি খায়: কাদের নিশানা দিলীপের

Date:

বেশি কিছুদিন হল বিজেপিতে কোণঠাসা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। নবনির্বাচিত রাজ্য সভাপতির দায়িত্বভার গ্রহণের মঞ্চেও ডাকা হয়নি দিলীপকে। রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়, একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূলে (TMC) যোগ দেবেন দিলীপ। মঙ্গলবার বিকেল চারটেয় নিউটাউনে বিজেপি (BJP) পার্টি অফিসে নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা করেন প্রাক্তন রাজ্য সভাপতি। আর তার পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কারও নাম করে দিলীপ বলেন, “দিলীপ ঘোষের দাম আছে, দাম থাকবে। যাদের দাম থাকে তাঁদের নিয়েই জল্পনা হয়। যাঁদের দাম নেই তাঁরা রাস্তায় গড়াগড়ি খায়।”

এদিন, শমীক ভট্টাচার্যের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন দিলীপ। তার পরে বেরিয়ে ফের বিজেপির আদি-নব্যর জল্পনা উস্কে দেন প্রাক্তন রাজ্য সভাপতি। বলেন, ”শুধু আমি না, বিজেপির প্রত্যেক পুরনো কর্মী শমীকবাবুর পাশে আছি।”

একুশে জুলাইয়ে তৃণমূলে যোগ দিতে পারেন-এই জল্পনা রাজ্য রাজনীতিতে। কী বলবেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কারও নাম না করেই দিলীপ সহাস্য উত্তর, “বাজারে যার দাম থাকে তাঁর সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাঁদের কিনবে কে? তাঁরা রাস্তায় পড়ে থাকে। দিলীপ ঘোষের দাম আছে, দাম থাকবে। দিলীপ ঘোষ সেলেবেল নয়।” কদিন আগে শমীকও জানিয়েছিলেন, দিলীপ ঘোষ সেলেবেল নন।

এতই যদি শমীকের সঙ্গে সখ্যতা, তাহলে দায়িত্বভারের মঞ্চে কেন দেখা যায়নি দিলীপকে! উত্তরে প্রাক্তন বিজেপির (BJP) রাজ্য সভাপতি বলেন, ”যে কর্মসূচিতে আমার থাকার কথা সেখানে আমাকে ডাকা হয়। আমি রাজ্যের কোনও পদাধিকারী নই। ফলে আমাকে রাজ্যের সমস্ত বৈঠকে থাকতে হবে এমন কথা নেই। আমাকে দল গাড়ি দিয়েছে। সেই গাড়িতেই আমি দলের কাজ করছি। আমাকে নিরাপত্তা দিয়েছে, পদ দিয়েছে। এর কোনওটাই আমি চাইনি। আমি নিজের জেলা মেদিনীপুরে কাজ করছি। আমাদের জেলাই এগিয়ে আছেন। মাননীয় রাজ্য সভাপতি রাজ্য সফরে বেরোবেন। জেলায় জেলায় তাঁকে ধূমধাম করে সংবর্ধনা দেওয়া হবে। আমি বলেছি সেই কর্মসূচি মেদিনীপুর থেকে শুরু করতে।”

পুরনো বিজেপি নেতা শমীক। দিলীপ নিজেই বলেছেন, শমীকদা আমার আগে থেকে বিজেপি করছেন। দলবদলু নেতাদের দাপটে বঙ্গ বিজেপিতে কোণঠাসা হয়ে পড়েছিলেন দিলীপের মতো গেরুয়া শিবিরের আদি নেতৃত্ব। এবার শমীককে পেয়ে তাঁরা আবার পাশে থাকার বার্তা দিতে চাইছেন। অনেক মতেই দিলীপের সঙ্গে শমীকের যোগাযোগে কখনও ভাঁটা পড়েনি। কিন্তু যেখানে বিরোধী দলনেতা দলবদলু, উগ্র হিন্দুত্ববাদী, ধর্মীয় তাস খেলা ব্যক্তি, সেখানে আদি শমীকের সঙ্গে দ্বন্দ্ব অনিবার্য বলে মত রাজনৈতিক মহলের।

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version