দাম থাকলে জল্পনা হয়, যাঁদের দাম নেই তাঁরা রাস্তায় গড়াগড়ি খায়: কাদের নিশানা দিলীপের

Date:

Share post:

বেশি কিছুদিন হল বিজেপিতে কোণঠাসা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। নবনির্বাচিত রাজ্য সভাপতির দায়িত্বভার গ্রহণের মঞ্চেও ডাকা হয়নি দিলীপকে। রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়, একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূলে (TMC) যোগ দেবেন দিলীপ। মঙ্গলবার বিকেল চারটেয় নিউটাউনে বিজেপি (BJP) পার্টি অফিসে নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা করেন প্রাক্তন রাজ্য সভাপতি। আর তার পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কারও নাম করে দিলীপ বলেন, “দিলীপ ঘোষের দাম আছে, দাম থাকবে। যাদের দাম থাকে তাঁদের নিয়েই জল্পনা হয়। যাঁদের দাম নেই তাঁরা রাস্তায় গড়াগড়ি খায়।”

এদিন, শমীক ভট্টাচার্যের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন দিলীপ। তার পরে বেরিয়ে ফের বিজেপির আদি-নব্যর জল্পনা উস্কে দেন প্রাক্তন রাজ্য সভাপতি। বলেন, ”শুধু আমি না, বিজেপির প্রত্যেক পুরনো কর্মী শমীকবাবুর পাশে আছি।”

একুশে জুলাইয়ে তৃণমূলে যোগ দিতে পারেন-এই জল্পনা রাজ্য রাজনীতিতে। কী বলবেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কারও নাম না করেই দিলীপ সহাস্য উত্তর, “বাজারে যার দাম থাকে তাঁর সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাঁদের কিনবে কে? তাঁরা রাস্তায় পড়ে থাকে। দিলীপ ঘোষের দাম আছে, দাম থাকবে। দিলীপ ঘোষ সেলেবেল নয়।” কদিন আগে শমীকও জানিয়েছিলেন, দিলীপ ঘোষ সেলেবেল নন।

এতই যদি শমীকের সঙ্গে সখ্যতা, তাহলে দায়িত্বভারের মঞ্চে কেন দেখা যায়নি দিলীপকে! উত্তরে প্রাক্তন বিজেপির (BJP) রাজ্য সভাপতি বলেন, ”যে কর্মসূচিতে আমার থাকার কথা সেখানে আমাকে ডাকা হয়। আমি রাজ্যের কোনও পদাধিকারী নই। ফলে আমাকে রাজ্যের সমস্ত বৈঠকে থাকতে হবে এমন কথা নেই। আমাকে দল গাড়ি দিয়েছে। সেই গাড়িতেই আমি দলের কাজ করছি। আমাকে নিরাপত্তা দিয়েছে, পদ দিয়েছে। এর কোনওটাই আমি চাইনি। আমি নিজের জেলা মেদিনীপুরে কাজ করছি। আমাদের জেলাই এগিয়ে আছেন। মাননীয় রাজ্য সভাপতি রাজ্য সফরে বেরোবেন। জেলায় জেলায় তাঁকে ধূমধাম করে সংবর্ধনা দেওয়া হবে। আমি বলেছি সেই কর্মসূচি মেদিনীপুর থেকে শুরু করতে।”

পুরনো বিজেপি নেতা শমীক। দিলীপ নিজেই বলেছেন, শমীকদা আমার আগে থেকে বিজেপি করছেন। দলবদলু নেতাদের দাপটে বঙ্গ বিজেপিতে কোণঠাসা হয়ে পড়েছিলেন দিলীপের মতো গেরুয়া শিবিরের আদি নেতৃত্ব। এবার শমীককে পেয়ে তাঁরা আবার পাশে থাকার বার্তা দিতে চাইছেন। অনেক মতেই দিলীপের সঙ্গে শমীকের যোগাযোগে কখনও ভাঁটা পড়েনি। কিন্তু যেখানে বিরোধী দলনেতা দলবদলু, উগ্র হিন্দুত্ববাদী, ধর্মীয় তাস খেলা ব্যক্তি, সেখানে আদি শমীকের সঙ্গে দ্বন্দ্ব অনিবার্য বলে মত রাজনৈতিক মহলের।

spot_img

Related articles

মল্লারপুরে মা-মেয়ে খুনে ‘সাধুবাবা’র মৃত্যুদণ্ড বাতিল, যাবজ্জীবন সাজা হাই কোর্টের

বীরভূমের (Birbhum) মল্লারপুরে মা ও মেয়েকে খুনের ঘটনায় অভিযুক্ত সুনীল দাস ওরফে হরিচরণ দাস ওরফে ‘সাধুবাবা’-র সাজা নিয়ে...

মত্ত চালকের বেপরোয়া গাড়ির গতি, নিমতলায় হাড়হিম দুর্ঘটনায় আহত ৫

গভীর রাতে ফের বেপরোয়া গাড়ির দাপট শহরে। বুধবার রাত ১২টা নাগাদ নিমতলা ঘাট স্ট্রিটে (Neemtala ghat Street) একটি...

আর জি কর-কাণ্ডে ৪ অফিসারের ভূমিকা খতিয়ে দেখতে লালবাজারকে নির্দেশ শিয়ালদহ আদালতের

আর জি কর কাণ্ডে এবার কলকাতা পুলিশের (Kolkata Police) ৪ অফিসারের ভূমিকা খতিয়ে দেখতে লালবাজারকে (Lalbazar) নির্দেশ দিল...

১৩ দিন পর গ্রেফতার হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডের দ্বিতীয় অভিযুক্ত

অবশেষে হরিদেবপুর (Haridebpur) ধর্ষণ কাণ্ডে (rape case) আরও এক অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে টালিগঞ্জ (Tallygunge)...