বুধের সকালে গুজরাটে ভয়াবহ দুর্ঘটনা(Gujrat accident)। ভদোদরা জেলার মহিসাগর নদীর উপরে থাকা ৪৫ বছরের পুরনো গম্ভীরা সেতু মাঝখান থেকে ভেঙে গেল (Gambhira bridge collapsed)। এই সময় ব্রিজের উপর একাধিক গাড়ি থাকায় সেগুলি হুড়মুড়িয়ে নদীতে পড়ে যায়। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। শুরু হচ্ছে উদ্ধার কাজ।পড়ে যাওয়া যানবাহনগুলির মধ্যে দুটি ট্রাক এবং দুটি ভ্যান ছিল। দুর্ঘটনায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ আচমকাই এত বিপর্যয় ঘটে। ভদোদরা জেলার পাদরাকে আনন্দ জেলার সাথে সংযুক্ত করে এই গম্ভীরা ব্রিজ। খুব স্বাভাবিকভাবে তা ভেঙ্গে পড়ায় দুই জেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে (Connectivity disrrupted between Anand and Vadodara)। তানিয়ার অভিযোগ করছেন প্রশাসনের উদাসীনতার কারণে দীর্ঘদিন ধরে সেতুটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। তা সত্ত্বেও মোদি রাজ্যের প্রশাসন এই বিষয়ে কোনও রকমের পদক্ষেপ করেনি। ঘটনাটি ঘটেছে মুজপুর গ্রামের কাছে। দুটি ট্রাক, একটি বোলেরো জিপ এবং আরেকটি জিপ পার হওয়ার সময় হঠাৎ সেতুটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। চারটি গাড়িই দুপাশে মহিসাগর নদীতে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরিস্থিতি খতিয়ে দেখতে এবং উদ্ধার অভিযানে সাহায্য করতে স্থানীয় পুলিশ এবং জেলা অপরাধ শাখার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছন। বারবার সতর্ক করার পরও কেন কর্তৃপক্ষ ব্রিজ সারাইয়ের কোনও উদ্যোগ নেয়নি তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–