Sunday, November 2, 2025

এজবাস্টনে ভালো খেলার ফল, এবার ICC ক্রমতালিকায় বড় লাফ গিল-আকাশদীপের!

Date:

বার্মিংহামে ইতিহাস তৈরি করে ইংল্যান্ডকে হারানোর পর টিম ইন্ডিয়ার পাখির চোখ লর্ডসের মাঠ (Ind vs Eng Match)। বৃহস্পতিবার থেকে তৃতীয় টেস্ট শুরু হচ্ছে। তার আগেই সুখবর পেলেন ভারতীয় ক্রিকেটাররা। ইংল্যান্ডের বিরুদ্ধেরেকর্ড গড়ার ফলস্বরূপ আইসিসির ক্রমতালিকায় এক লাফে অনেকটা উপরে উঠে ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক শুভমন গিল (Shubman Gill), আকাশদীপেরা। ৮৯৮ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন ভারতের জসপ্রীত বুমরাহ(Jashpreet Bumrah)।

কারোর ডাবল সেঞ্চুরি তো কেউ পেলেন এক ম্যাচে ১০ উইকেট। এজবাস্টনে যেন দেখা মিলল এক নতুন ভারতীয় ক্রিকেট দলের। ভালো খেলার ফলও পেলেন তারকা প্লেয়াররা। তৃতীয় টেস্ট শুরুর আগেই বুধবার প্রকাশিত হল আইসিসির ক্রমতালিকা (ICC Rank)। আর সেখানে দেখা গেল বড় লাফ দিয়েছেন গিল-আকাশদীপেরা। ইংল্যান্ডের মাটিতে ধারাবাহিকভাবে দুটো টেস্ট দুর্দান্ত ব্যাট করে টেস্টে ব্যাটারদের মধ্যে ১৫ ধাপ লাফ দিয়ে ষষ্ঠ স্থানে উঠেছেন শুভমন। তাঁর রেটিং পয়েন্ট ৮০৭। টেস্টে এটাই শুভমনের সর্বাধিক রেটিং পয়েন্ট। শুভমন ছাড়া প্রথম দশে ৮৫৮ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে যশস্বী জয়সওয়াল ও ৭৯০ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছেন ঋষভ পন্থ। টেস্ট বোলারদের মধ্যে শীর্ষস্থানে রাখা থাকা বুমরাহ ৮৯৮ রেটিং পয়েন্ট পেয়েছেন। তবে আশ্চর্যজনক উত্থান হয়েছে বাংলার ছেলে, আকাশদীপের। ৪৫২ রেটিং পয়েন্ট নিয়ে ৮৪ থেকে ৪৫ নম্বরে উঠেছেন তিনি।এজবাস্টনে সাত উইকেট নিয়ে ২৮ থেকে ২২ নম্বরে উঠেছেন মহম্মদ সিরাজ। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে ভারতের রবীন্দ্র জাডেজা।

Related articles

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে...

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...

মেক্সিকোর মার্কেটে বিস্ফোরণ, মৃত ২৩ শিশু! আহত অন্তত ১১

মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের (supermarket explosion in mexico) জেরে ২৩ জন শিশুর মৃত্যুতে...
Exit mobile version