Sunday, November 2, 2025

নীতি আয়োগের মানচিত্রে বাংলার সম্মানহানি! চিঠিতে অভিযোগ মুখ্যমন্ত্রীর

Date:

সরকারি নথিতে বাংলাকে ভুল উপস্থাপনায় বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট। তবে নীতি আয়োগের (NITI Aayog) মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সংস্থার হাতে যেভাবে বাংলার সম্মানহানি হয়েছে, তাতে সরব খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। এই ঘটনায় বাংলার প্রতি নীতি আয়োগের ক্রমাগত অসম্মানের অভিযোগ জানিয়ে সংস্থার ভাইস চেয়ারম্যানকে (vice chairman) কড়া চিঠি বাংলার মুখ্যমন্ত্রীর। সেই সঙ্গে এই ভুলের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।

কেন্দ্রের সংস্থা যেভাবে বাংলাকে কেন্দ্রীয় নথিতে অপমান করেছে, তার প্রতিবাদ জানিয়ে নীতি আয়োগকে পাঠানো চিঠিতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, নীতি আয়োগ প্রকাশিত ও তাদের ওয়েবসাইটে প্রাপ্ত বাংলা সংক্রান্ত রিপোর্টে বাংলাকে বোঝাতে চাওয়া মানচিত্রে বিহারকে যেভাবে বোঝানো হয়েছে তাতে আমি অত্যন্ত উদ্বেগ এবং দ্বর্থহীন প্রতিবাদ জানাচ্ছি। এরকম একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সংস্থার সরকারি নথিতে এই ধরনের মারাত্মক ভুল কোনও প্রযুক্তিগত ভুল নয়, বাংলার সম্মান ও পরিচয়ের প্রকাশ্যে অপমান, দাবি মুখ্যমন্ত্রীর।

সেই সঙ্গে নীতি আয়োগের গাফিলতি নিয়ে কড়া বার্তা দিয়ে তিনি লেখেন, নীতি আয়োগের সরকারি দলিল এই ধরনের মারাত্মক ভুল নীতি আয়োগের ভয়ঙ্কর পরিশ্রমের অভাব ও দেশের রাজ্যগুলির প্রতি অশ্রদ্ধাকেই প্রতিফলিত করে। এর ফলে নীতি প্রস্তুতকারী একটি সংস্থা যার নির্ভুল তথ্য ও সিদ্ধান্ত সংক্রান্ত তথ্যের উপরে সাধারণ মানুষ নির্ভর করে থাকে, সেই সংস্থার যথার্থতা ও নির্ভরযোগ্যতার উপরই প্রশ্নে তোলে। যথার্থ সন্দেহ তৈরি হয় নীতি আয়োগের রিপোর্ট ও প্রকাশনার মান, সত্যতা ও বিশ্বাস যোগ্যতার উপরে।

আরও পড়ুন: ওবিসি জটে জড়িয়ে সুপ্রিম বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষায় বসতে পারছেন না “যোগ্য” আড়াই হাজার

রাজ্য সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষমা চাওয়ার দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি লেখেন, বাংলার প্রশাসন এই ভুলের তীব্র নিন্দা করছে। নীতি আয়োগের থেকে এই ভুলের ব্যাখ্য়া দাবি করছে। সেই সঙ্গে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হচ্ছে। দ্রুত সংশোধনী পদক্ষেপের মধ্যে দিয়ে এই তথ্য সংশোধন করতে হবে এবং কঠোর নিয়ম প্রণয়ন করতে হবে যাবে এই ধরনের ভুল পুণরায় না হয়।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version