ফের শিরোনামে অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallik)। অভিযোগ, বুধবার কলকাতার ট্রপিকাল মেডিসিনে (Institute Of Tropical Medicine) শাশুড়িকে নিয়ে দেখাতে গিয়ে রীতিমতো ডাক্তারের উপর চড়াও হন কাঞ্চন। রীতিমতো চিকিৎসকে কলার ধরে হুমকি দেন বলে অভিযোগ।
সূত্রের খবর, আগে থেকেই এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন কাঞ্চন মল্লিকের (Kanchan Mallik) শাশুড়ি। এদিন তাঁকে নিয়ে ডাক্তার দেখাতে যান কাঞ্চন ও তাঁর স্ত্রী শ্রীময়ী। সেখানে সঙ্গে সঙ্গে ডাক্তারকে দেখে দিতে বলেন কাঞ্চন। চিকিৎসক তাঁকে অপেক্ষা করতে বলেন। যে রোগী দেখছেন, তাঁকে দেখা শেষ করেই তিনি শ্রীময়ীর মাকে দেখে দেবেন। অভিযোগ, এই কথা না শুনে তখনই শাশুড়িকে দেখে দিতে রীতিমতো চিকিৎসকের উপর চড়াও হন কাঞ্চন। চিকিৎসকের কলার ধরে, হুমকি দেন বদলি করে দেওয়ার।
এই ঘটনায় ক্ষুব্ধ অনেকেই। এমনকী, তৃণমূলপন্থী চিকিৎসকরাও কাঞ্চনের এই আচরণে ক্ষোভ প্রকাশ করেন।
আরও খবর: NRC হল কেন? মমতার পোস্টে রিপ্লাই করেও জবাব দিতে পারলেন না দিলীপ
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–