একবার দুবার নয়, ৭০ বার ‘বুল্স আই’ টার্গেট তরুণ দুই ভারতীয় তীরন্দাজ ঋষভ যাদব ও জ্যোতি সুরেখা ভেন্নামের (Indian archers Rishabh Yadav and Jyothi Surekha Vennam)। স্পেনের মাদ্রিদে আয়োজিত তিরন্দাজির বিশ্বকাপে মিক্সড টিম ইভেন্টে দেশের মুখ উজ্জ্বল করে বিশ্বরেকর্ড করেছেন তাঁরা।
ঋষভ ও জ্যোতি মিলে মোট ১৪৩১ পয়েন্ট স্কোর করেছেন। দু’বছর আগে ২০২৩ সালের ইউরোপীয় গেমসে ১৪২৯ পয়েন্ট পেয়েছিলেন ডেনমার্কের তানজা গেলেনথিয়েন ও মাথিয়াস ফুলেরটন। এবার দুই ভারতীয় তাঁদের ছাপিয়ে গেলেন। মহিলাদের কম্পাউন্ড কোয়ালিফিকেশনে জ্যোতি (Jyothi Surekha Vennam) স্কোর করেন ৭১৫ পয়েন্ট।মাদ্রিদে বিশ্বকাপে পুরুষদের কম্পাউন্ড কোয়ালিফিকেশন রাউন্ডে ৭১৬ পয়েন্ট স্কোর ঋষভের (Rishabh Yadav )।৭২ বারের মধ্যে ৬৮ বার ১০ পয়েন্ট স্কোর করেন ভারতীয় তিরন্দাজ। তার মধ্যে ৩৫ বার ‘বুল্স আই’ মারেন তিনি। অন্যদিকে জ্যোতিও কম যান না। তিনিও ৭২ বারের মধ্যে ৬৮ বার ১০ স্কোর করেছেন। ‘বুল্স আই’ মেরেছেন ৩৫ বার। ইতিমধ্যেই চিনে বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেছেন দুই ভারতীয় প্লেয়ার। অলিম্পিক্সে মিক্সড টিম ইভেন্ট শুরুর আগে এই সাফল্য আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছেন ঋষভ ও জ্যোতি।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–