Wednesday, January 21, 2026

গুজরাটে সেতু ভেঙে মৃত ছাড়াল ১০! অ্যাক্ট অফ ফ্রড তোপ তৃণমূলের

Date:

Share post:

গুজরাটের (Gujarat) ভদোদরা জেলার গম্ভীরা (Gambhira) সেতুর একটি বড় অংশ মঙ্গলবার সকালে ধসে পড়ে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আরও ৯ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ৫ জনকে এসএসজি হাসপাতালে পাঠানো হয়েছে, তবে কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। ভদোদরা (Vadodara) জেলার পুলিশ সুপার রোহন আনন্দ জানিয়েছেন, সেতুর মাঝখানে প্রায় ১০-১৫ মিটার লম্বা একটি স্ল্যাব ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের কারণে দুটি গাড়ি সেতুর উপরেই আটকে পড়ে, আর দুটি ট্রাক, দুটি পিকআপ ভ্যান ও একটি অটোরিকশা সোজা নদীতে পড়ে যায়। স্থানীয় মানুষজন ও উদ্ধারকারী দল সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামেন। যদিও সরকারী ভাবে ৯ জনের মৃত্যুর হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

ইতিমধ্যেই ক্ষতিপূরণ স্বরূপ প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে মৃতের পরিবারকে ২ লাখ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেবে বলে ঘোষণা করা হয়েছে। এই গম্ভীরা (Gambhira) সেতু পাদরা-মুজপুর অঞ্চলকে যুক্ত করে, যা ভদোদরা ও আশেপাশের জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। সেতু ধসে পড়ার ফলে এলাকায় যান চলাচলে বিশাল প্রভাব পড়েছে। হালকা যানবাহনের জন্য বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে, তবে ভারী যানবাহনের চলাচলে প্রায় ৫০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যেতে হচ্ছে।

মোদীর রাজ্যে বারবার সেতু ভাঙনের ঘটনা আবারও ‘ডবল ইঞ্জিন’ সরকারের ব্যর্থতাকে প্রমাণ করে। এব্যাপারে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, গুজরাটে বারবার সেতু বিপর্যয় যে আসলে ‘অ্যাক্ট অফ ফ্রড’, সেটা আর সাধারণ মানুষের বুঝতে বাকি নেই। মৃতের সংখ্যা দশ অতিক্রম করেছে। নিখোঁজ এখনও অনেকে। ফলে মৃতের সংখ্যা কত দাঁড়াবে এখনই বলা যাচ্ছে না। এর আগে মোরবিতে ব্রিজ ভেঙে ২০০-র বেশি হতাহত হয়েছিল। প্রধানমন্ত্রী পোস্তার অ্যাক্সিডেন্ট নিয়ে বলেছিলেন অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। নিজেদের রাজ্যে যখন সেতু ভেঙে পড়ছে, মোদি-শাহরা তখনও বলুন অ্যাক্ট অফ ফ্রড। কিন্তু কিছু বলছেন না তাঁরা। আরও পড়ুন : বিতর্কিত ভোটার তালিকা সংশোধনী নিয়ে সাফাই কমিশনের: ১০ প্রশ্ন তৃণমূলের


spot_img

Related articles

শ্মশানে জ্বলল মশাল, কচিকাঁচাদের অভিনয়ে ভিন্ন ইতিহাস গড়ল শুশুনিয়া ঐকতান

নাটকের মঞ্চ হিসেবে বেছে নেওয়া হয়েছে মহাশ্মশানকে। নিস্তব্ধ অন্ধকার চিরে জ্বলছে মশাল আর বনফায়ারের আগুন। সেই প্রাকৃতিক আলো...

শ্যুটিংয়ের মাঝেই হাসপাতালে ভর্তি রণিতা

টেলিভিশনের পরিচিত মুখ ‘বাহামণি’ হঠাৎ হাসপাতালে ভর্তি। বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ রণিতা দাস ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকে কাজ...

কেন্দ্রীয় কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে পারবে রাজ্যও! জানাল সুপ্রিম কোর্ট

কেন্দ্রীয় সরকারি কর্মীদের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করার ক্ষেত্রে কি রাজ্য পুলিশের হাত পা বাঁধা? এবার সেই ধোঁয়াশা পরিষ্কার...

দেড় দশক পর বইমেলায় ফিরছে চিন, ২২ জানুয়ারি উদ্বােধন করবেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ ১৫ বছরের প্রতীক্ষার অবসান। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আবার ফিরছে চিন। ২০১১ সালে শেষবার মেলায় যোগ দিয়েছিল তারা।...