রাজ্যজুড়ে ভরা বর্ষার (Monsoon) মরশুম। সোমবার থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টির ধারায় জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। ছাতা আর রেনকোটকে সঙ্গী করে মঙ্গলের সকালে কর্মমুখী আমজনতা। বেলা বাড়লে আকাশ সামান্য পরিষ্কার হলেও বৃষ্টি একেবারেই বন্ধ হবে না। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্তারা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘণ্টা পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। পাশাপাশি সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্তও, যেটি আগামী ৪৮ ঘণ্টায় ক্রমশ উত্তর-পশ্চিমে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগোবে বলে মনে করা হচ্ছে। রাজ্য এমনিতেই সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। ফলে সপ্তাহভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি চলবে। আগামী সাত দিন উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

–

–


–


–
–

–
–
–

–

–

–

–

–
–

–