Tuesday, August 26, 2025

বাম শ্রমিক সংগঠনের ধর্মঘটের প্রভাব নেই রাজ্যে, বৃষ্টিভেজা সকালে স্বাভাবিক জনজীবন

Date:

বুধবার সকাল থেকে দেশজুড়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ধর্মঘটের (Central Trade Union’s strike) ডাক দিয়েছে। যদিও বৃষ্টিভেজা দিনে বনধের কোনও প্রভাব বাংলায় নেই। অন্যান্য চারপাশটা দিনের মতোই কর্মব্যস্ত সকালের ছবিটা ধরা পড়েছে। পরিবহন ব্যবস্থা সচল রয়েছে। বামেদের ধর্মঘটকে পাত্তা না দিয়ে ছাতা মাথায়, রেনকোট পরে মানুষ গন্তব্যের দিকে রওনা দিচ্ছেন। জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির চেষ্টা করা হলেও পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছে। সাধারণ মানুষ বলছেন এইভাবে কাজের দিন নষ্ট করে ধর্মঘট পালনের সংস্কৃতি বাংলায় অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে। রাজ্য পরিবহন দফতর (Transport Department) অতিরিক্ত বাস- ভেসেল- ট্রাম পরিষেবা চালানোয় শহর কলকাতায় বনধের ছিটেফোঁটা প্রভাবও পড়েনি। অ্যাপ ক্যাব, ট্যাক্সি সবই অন্যান্য দিনের মতোই রয়েছে। শিয়ালদহ- হাওড়া স্টেশন চত্বরে চেনা ভিড়ের ছবি বলে দিচ্ছে বনধকে ব্যর্থ করে দিয়েছেন আমজনতা।

দশটি শ্রমিক সংগঠনের তরফে দেশজুড়ে এই ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দেওয়ার মূল দাবি নতুন শ্রম কোড, বাতিল দৈনিক ৬০০ টাকা মজুরি, নূন্যতম ২৬ হাজার টাকা মাসিক বেতনের মতো বিষয়গুলি। শহরে না পেরে উঠে, জেলায় জেলায় মানুষকে হয়রান করার চেষ্টা করেন ধর্মঘট সমর্থনকারীরা। একে মুষলধারায় বৃষ্টি পড়ছে, খুব স্বাভাবিকভাবেই মানুষজন দুর্যোগ মাথায় নিয়ে বাইরে বেরিয়েছেন। এই অবস্থায় এই ধরনের বনধকে কেউ সমর্থন না করায় স্বাভাবিক ছন্দেই এগিয়ে চলেছে বুধের সকালে কর্মব্যস্ত জীবনের গতি। অফিস টাইমে হুগলি স্টেশন অবরোধ করে হাওড়াগামী ডাউন ব্যান্ডেল লোকাল (Bandel Howrah Local) আটকে দেওয়ার চেষ্টা করেন ধর্মঘটের সমর্থকরা। পতাকা হাতে রেল লাইনে দাঁড়িয়ে পড়েন তাঁরা। ফলে ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। এছাড়াও ভদ্রেশ্বরের শ্যামনগর, বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেশ জুট মিলে শ্রমিকরা সকাল থেকে পিকেটিং শুরু করেন। ডোমজুড়ে লরি – বাস আটকানোর চেষ্টা হলেও পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। সকালের দিকে শিয়ালদহ মেন শাখায় (Sealdah Main Line) সাময়িকভাবে ব্যাহত হওয়ার ট্রেন চলাচল। যাদবপুর স্টেশনে বনধ সমর্থনকারীরা ট্রেন আটকানোর চেষ্টা করেন। বেলঘরিয়াতেও একই ছবি ধরা পড়ে। যদিও তাতে কোনও লাভ হয়নি।

 

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version