Friday, November 7, 2025

জিরো টলারেন্স নীতি! ট্রাক ভাঙচুরের অভিযোগে নিউ আলিপুরে সাসপেন্ড ৪ SI

Date:

নিউ আলিপুর থানার চার সাব ইনস্পেক্টরকে (SI) সাসপেন্ড করা হয়েছে। নিউ আলিপুর থানা এলাকায় রাস্তায় পর পর দাঁড়িয়ে থাকে একাধিক ট্রাক। অভিযোগ ওখানে দাঁড়িয়ে থাকা বহু ট্রাকের কাচ ভেঙেছেন এই চারজন পুলিশ (Police) আধিকারিক। অভিযোগ, পাওয়ার পর ওই চারজনকেই সাসপেন্ড করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ডিসি সাউথ এই ঘটনার বিষয়ে জানিয়েছেন, কেন ট্রাকের কাঁচ ভেঙে ফেলা হল সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের সাসপেন্ড করে বিষয়টির তদন্ত চলছে।

নিউ আলিপুর রেলওয়ে স্লাইডিংয়ের কাছে বহু ট্রাক পর পর দাঁড়িয়ে থাকে। রাতে অনেক চালকেরা ট্রাকের ভিতরে ঘুমোন। অভিযোগ, এই ট্রাকগুলির কাছে এসে বেশ কয়েক দিন ধরেই রীতিমতো তাণ্ডব চালাচ্ছিলেন কর্তব্যরত পুলিশকর্মী। গাড়ির কাঁচ ভাঙা হচ্ছে, দুর্ব্যবহার করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় ট্রাকচালকদের মারধর করা হচ্ছে। অত্যাচার অতিরিক্ত মাত্রায় পৌঁছনোর পরেই ট্রাক চালকদের সংগঠন নিউ আলিপুর লরি অ্যাসোসিয়েশনের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার রাতে ঘটনা মাত্রাতিরিক্ত অবস্থায় পৌঁছনোর ফলে ট্রাক (Truck) চালকদের সংগঠনের তরফে অভিযোগ করা হয়। থানায় জানানো হয়েছে, প্রতি দিন রাত সাড়ে ১১টা-১২টা নাগাদ বিনা কারণেই অত্যাচার করে পুলিশ। মদ খেয়ে আসে অনেকেই। লরির কাঁচ ভাঙা হয়। মঙ্গলবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। অনেক চালক যাঁদের ঘরবাড়ি নেই তাঁরা ট্রাকের ভিতরেই রাতে ঘুমোন। সেখানে ঢুকে পুলিশ মারধর করছে। তবে তাঁরা জানান পুলিশকর্মীরা কোনও টাকা তাঁদের কাছে চাননি।

সংগঠনের অভিযোগের ভিত্তিতে নিউ আলিপুর থানার চার এসআইকে চিহ্নিত করা হয়েছে লালবাজারের তরফে। তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। কেন তাঁরা এই আচরণ করেছেন সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে স্থানীয় সূত্রে খবর, বেশিরভাগ ক্ষেত্রেই কোন অনুমতি ছাড়াই এই ট্রাক রাখা হয় ওই স্থানে যার ফলে বাসিন্দাদের অনেকরকম সমস্যার সম্মুখীন হতে হয়।
আরও খবরবয়ানে একাধিক অসঙ্গতি! মহেশতলায় নার্সকে খুনে গ্রেফতার স্বামী

Related articles

পথকুকুর নিয়ে কড়া সুপ্রিম কোর্ট: প্রশাসনকে আট সপ্তাহের সময়সীমা

পথ কুকুরদের নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, খেলাধুলোর জায়গা ও রেলওয়ে স্টেশন থেকে...

বেটনের জৌলুস ফেরাতে উদ্যোগী BOA, ঐতিহ্যশালী টুর্নামেন্টে নেই বাংলার তিন প্রধান

শনিবার ১২৬তম বেটন কাপের(126th Beighton cup) সূচনা হবে। রাজ্যের নিজস্ব হকি স্টেডিয়ামে হবে এবার বেটন কাপ। ঐতিহ্যবাহী এই...

KIFF: সত্যজিতের কথা কই? চলচ্চিত্র উৎসবে নিজের ঢাক পেটালেন ‘শোলে’ পরিচালক!

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (31st Kolkata International Film Festival) এসে সত্যজিৎ রায়কে (Satyajit Ray) উপেক্ষা করলেন বলিউড...

দেশের সেরা হকি স্টেডিয়াম এখন বাংলায়: জানালেন গর্বিত ক্রীড়ামন্ত্রী অরূপ

বৃহস্পতিবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে বিবেকানন্দ হকি স্টেডিয়ামের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই স্টেডিয়াম পরিদর্শন করলেন...
Exit mobile version