ভিনরাজ্যে গিয়ে বাংলা বলায় ‘বাংলাদেশি’ ভেবে একের পর এক পরিযায়ী শ্রমিককে বেআইনিভাবে আটক করেছিল সেই রাজ্যের পুলিশ। সেই মামলায় রাজ্যকে কড়া পদক্ষেপের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে (Manoj Panth) নির্দেশ দিয়েছে, এই ঘটনায় যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য কোনো একজন আধিকারিককে এখনই নিয়োগ করতে হবে, যার পদমর্যাদা সচিবের নিচে নয়। ওই আধিকারিক ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেবেন এই বিষয়ে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানিতে আদালতে কী পদক্ষেপ নেওয়া হল সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে।

এই রাজ্য থেকে ওড়িশায় শ্রমিকের কাজে যাওয়া দুই ব্যক্তিকে বাংলাদেশী বলে অভিযোগ তুলে সেখানকার পুলিশ আটকে রেখে হেনস্থা করছে বলে অভিযোগ মামলা হয়। সেই মামলায় এই নির্দেশ হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের।

সম্প্রতি দিল্লিতে কাজ করতে গিয়ে একইরকম ভাবে হেনস্থার শিকার হয়েছেন বীরভূম জেলার ৬ পরিযায়ী শ্রমিক। অভিযোগ, দিল্লি পুলিশ সোনালি খাতুল, সুইটি বিবি, দানীশ শেখ, কুরবান শেখ, ইমাম দেওয়ানদের গত ২৫ জুন পুশব্যাক করে। সেই ঘটনাতেও বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ওই ছয় পরিযায়ী শ্রমিকের পরিবার।
আরও খবর: রাজ্যের বিজ্ঞপ্তি অনুসারেই আবেদন করতে হবে OBC চাকরিপ্রার্থীদের: নির্দেশ হাই কোর্টের

–

–

–

–

–

–

–
–
–
–
–
–


