Tuesday, November 11, 2025

বিশ্বমঞ্চে ফের একবার ভারতীয় মেধার জয়জয়কার। অ্যাপেলের (Apple) নতুন চিফ অপারেটিং অফিসার (Chief Operating Officer) হলেন ভারতীয় বংশোদ্ভূত সাবিহ খান (Sabih Khan)। জানা গিয়েছে, গত তিন দশক ধরে তিনি অ্যাপেলে কাজ করছেন এবং এই মাসেই নতুন দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। ৫৯ বছর বয়সী এই ব্যক্তি অ্যাপেলের উৎপাদন আরও অনেকটাই উন্নত করার জন্য নতুন প্রযুক্তি চালু করেছেন। অ্যাপলের বিদায়ী সিওও জেফ উইলিয়ামস (Jeff Williams) এ বছর অবসর নেবেন। তাঁর অবসরের পর ডিজাইন টিম, সিইও টিম কুকের অধীনে পরিচালিত হতে চলেছে।

১৯৬৬ সালে উত্তরপ্রদেশের মোরাদাবাদে জন্মগ্রহণ করেন সাবিহ খান। তবে এরপর পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে চলে যান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে টাফটস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন তিনি এবং রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে অ্যাপলের প্রোকিউরমেন্ট টিমে যোগ দেওয়ার আগে তিনি জিই প্লাস্টিকসে কাজ করতেন। এরপর থেকে তিনি অ্যাপেলের অপারেশনস ও সাপ্লাই চেইন এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এই মুহূর্তে সাবিহ খান অ্যাপেলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর অধীনে রয়েছে সাপ্লাই চেইন, সরবরাহকারী কর্মসূচি এবং অপারেশনস টিম। অ্যাপেলের অত্যাধুনিক পণ্যগুলি বাজারে আনতে তাঁর ভূমিকা বেশ তাৎপর্যপূর্ণ। টিম কুক এক বিবৃতিতে জানিয়েছেন অ্যাপেলের সাপ্লাই চেইনের অন্যতম স্থপতি সাবিহ একজন মেধাবী কৌশলবিদ। তাঁর নেতৃত্বেই উন্নত উৎপাদন প্রযুক্তি আনা হয়েছে ও মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন সম্প্রসারণ করা গিয়েছে। পরিবেশবান্ধব যেকোন উদ্যোগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বে অ্যাপেলের কার্বন নিঃসরণ ৬০ শতাংশের বেশি কমেছে। অ্যাপেলের অপারেশনসে সাবিহর ব্যতিক্রমী নেতৃত্ব নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। আরও পড়ুন : শিল্প বিনিয়োগে নতুন সম্ভাবনা! নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক টাটা সন্স চেয়ারম্যানের

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version