Friday, November 14, 2025

কাশ্মীর নিয়ে মন্তব্যের আগে ক্ষমা চাক বিজেপি! কড়া বার্তা ওমর আবদুল্লার

Date:

কাশ্মীর প্রসঙ্গে বিজেপির লাগাতার আক্রমণের পাল্টা জবাব দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। বৃহস্পতিবার কলকাতার এক পাঁচতারা হোটেলে সাংবাদিক বৈঠকে তিনি বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, আট বছর কাশ্মীর শাসনের জন্য আগে ক্ষমা চাইুক বিজেপি। আমরা তো মাত্র সাত মাস ক্ষমতায়।

বিজেপির মিথ্যে অভিযোগ, কাশ্মীর এখন উগ্রপন্থার আশ্রয়স্থল, তা নস্যাৎ করে ওমর আবদুল্লা বলেন, “এক সময় ওরাই কাশ্মীরকে স্বর্গরাজ্য বলত। এখন আবার তারাই বদলে গিয়ে অপপ্রচারে মেতে উঠেছে। বাস্তবটা ওদের দেখা উচিত।” তিনি আরও বলেন, “কাশ্মীরকে নিয়ে রাজনীতি না করে বিজেপির উচিত অতীতের দিকে তাকানো। তাদের আমলেই বারবার সন্ত্রাসের ঘটনা ঘটেছে। রাজ্যপালের শাসনের মাধ্যমে কাশ্মীরের গণতন্ত্রকে তারা ধ্বংস করেছে।” তিনি জোর দিয়ে বলেন, জম্মু কাশ্মীরকে দ্রুত পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হোক। তার কথায়, “বিজেপি সরকার নিজেই প্রতিশ্রুতি দিয়েছে এবং সুপ্রিম কোর্ট সেই রায়ও দিয়েছে। তাহলে এত দেরি কেন? কেন্দ্রের সঙ্গে আমাদের এই বিষয়ে নিয়মিত আলোচনা চলছে।”

কাশ্মীর ও পশ্চিমবঙ্গ উগ্রপন্থার ঘাঁটি, বিজেপির এই মন্তব্যেরও কড়া বিরোধিতা করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা আমাদের বন্ধু। বিজেপির অপপ্রচারে কান দেওয়ার কোনও প্রয়োজন নেই। ইন্ডিয়া জোটের মধ্যে সমন্বয়ের অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ওমর। কংগ্রেসের নাম না করে বলেন, জোটের শরিকদের নিয়ে নিয়মিত বৈঠক হওয়া দরকার। সবাইকে দায়িত্ব নিয়ে চলতে হবে। শুধু মুখে জোট বললে হবে না, কাজেও তার প্রতিফলন চাই।

আরও পড়ুন – কর্তব্যরত পুলিশ অফিসারকে চড়! এসএফআই নেত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ জোড়াসাঁকো থানার 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...
Exit mobile version