সোমবার থেকে শুরু হওয়া একনাগাড়ে মুষলধারার বর্ষণ আজ কিছুটা হলেও বিরতিতে রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) খবর মিলেছে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস অনুযায়ী, অত্যন্ত ধীরগতিতে নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডে। এখান থেকে চলে যাবে ছত্তিশগড়ের দিকে আপাতত অবস্থান ঝাড়খণ্ড ও লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। তবে দক্ষিণবঙ্গের (South Bengal) উপরে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ায় বৃষ্টি এখনই কমবে না।
দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী চার পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ৪-৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই পাহাড়ি এলাকায় নদীর জলস্তর বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের। প্রশাসনের তরফে পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–