Wednesday, November 5, 2025

দেশে প্রচুর কমিশন আছে, সবাই পুলিশের তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে না; পর্যবেক্ষণ হাইকোর্টের

Date:

বোলপুর থানার আইসি লিটন হালদারের সঙ্গে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের (Anubrata Mondal) ভাইরাল হওয়া ফোন কান্ডের মামলায় এবার উচ্চ আদালতে প্রশ্নের মুখে জাতীয় মহিলা কমিশন (NCW)। পুলিশের তদন্তে কিভাবে হস্তক্ষেপ করতে পারে কমিশন? প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এদিনের কমিশনের তরফে এই মামলা সংশ্লিষ্ট কোর্টের (Calcutta High Court) আওতায় পড়ে কিনা সেই প্রশ্নে পুলিশের তদন্তে কি ধারা থাকা উচিত ছিল সেই বিষয়ে বলতেই রীতিমত ক্ষেপে ওঠেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কমিশনকে বিচারপতির সাফ প্রশ্ন,’তদন্তকারী সংস্থার কাজে কীভাবে হস্তক্ষেপ করছেন? কোনও ধারা যুক্ত হবে না হবে না, সেটা নিয়ে কীভাবে নির্দেশ দেন আপনারা?’

এর পরিপ্রেক্ষিতে সাফাই দিয়ে কমিশনের (NCW) তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, ‘আমরা কোনও নির্দেশ দিইনি, আমরা পরামর্শ দিয়েছি। লঘুধারায় মামলা হয়েছে, তাই আমরা পরামর্শ দিয়েছি।’ এরপরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, ‘কীসের ভিত্তিতে আপনারা এই নির্দেশ দিচ্ছেন, আপনাদের কাছে কী তথ্য প্রমাণ আছে?’ বিচারপতি আরও বলেন, ‘আমাদের দেশে প্রচুর কমিশন (commission) আছে, সবাই যদি তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ করা শুরু করে, তাহলে তদন্ত কীভাবে চলবে?’ আদালতের (Calcutta High Court) স্পষ্ট বক্তব্য, কমিশন (NCW) কেস ডায়েরি দেখতে চাইতে পারে না।

আরও পড়ুন: রাজ্যের প্রথম ডেঙ্গি–মুক্ত এলাকা: স্বীকৃতি পানিহাটিকে

উল্লেখ্য, তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের ফোন কান্ডের ঘটনার সূত্রেই মহিলা কমিশনের (NCW) দ্বারস্থ হয়েছিলেন বীরভূমের পুলিশ সুপার (SP, Birbhum)। সেই মামলায় এবার মহিলা কমিশনে হাজিরা দেবেন বীরভূমের পুলিশ সুপার। আগামী ১৪ জুলাই ভার্চুয়ালি তাঁকে জাতীয় মহিলা কমিশনের (NCW) সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি ডিজিটালই পাঠাতে হবে বলে নির্দেশ একক বেঞ্চের। যদি কোনও নথি পাঠানো সম্ভব না হয়, তার কারণ জানাতে হবে পুলিশকে। এমনটাই নির্দেশ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)। নথি যাচাইয়ের পর যদি কোনও পুলিশের উপস্থিতি প্রয়োজন হয়, তাহলে পুলিশ সুপার তাঁর কোনো প্রতিনিধিকে পাঠাবেন।

Related articles

SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায়...

কেন্টাকির লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

টেক অফের সময় বিপত্তি, ইউপিএস কার্গো বিমানে (UPS Cargo Flight) হঠাৎ বিস্ফোরণ! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ম্যাকডোনেল ডগলাস...

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...
Exit mobile version