Tuesday, January 13, 2026

ভাঙড়ে তৃণমূল নেতা খুনের প্রেক্ষিতে আরাবুলের নিরাপত্তা বাড়ানোর আর্জি, খারিজ করল হাই কোর্ট

Date:

Share post:

প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলামের (Arabul Islam) নিরাপত্তা বাড়ানোর আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার আদালতের নির্দেশ অনুযায়ী, ডেপুটি কমিশনার অব পুলিশ (DSP) আরাবুলের নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট পেশ করলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, প্রশাসন ইতিমধ্যেই আরাবুলকে নিরাপত্তা দিচ্ছে। আদালতের দৃষ্টি আকর্ষণ করে আরাবুলের তরফে আইনজীবী ফিরোজ এডুলজী বলেন, একদিন আগেই, বৃহস্পতিবার, ভাঙ্গড়ের তৃণমূল নেতা রজ্জাক খান খুন হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আরাবুলের ওপরও হামলার আশঙ্কা রয়েছে। তাই আরবুল ইসলামের নিরাপত্তার আর্জি বাড়ানো হোক।

এর পরিপ্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh) বলেন, “আপনি খুব বেশি চাইছেন। আপনি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢোকার জন্য নিরাপত্তা চাইছেন অথচ আপনি নিজেই খুনের অভিযুক্ত। এটা কি আপনার ক্ষমতার বাইরে নয়? তাছাড়া অবমাননা মামলার মধ্যে নিরাপত্তা বাড়ানোর কোনও সুযোগ নেই।”

গত ৯ ফেব্রুয়ারি আরাবুল ইসলামকে (Arabul Islam) গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে বিজয়গঞ্জ বাজার থানায় একটি খুন ও হুমকির মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগ, স্থানীয় আইএসএফ নেতা মহিউদ্দিন মোল্লার মৃত্যুর ঘটনায় তাঁর ভূমিকা ছিল। ওই মামলায় আরাবুলের আইনজীবী ফিরোজ এডুলজি দাবি করেন, ২০০৬ থেকে ২০২৩ পর্যন্ত কোনও সমস্যা ছিল না, কিন্তু ২০২৩ সালের পর থেকে ধারাবাহিকভাবে আরাবুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালতের পর্যবেক্ষণ, যদি ভবিষ্যতে নতুন কোনও ঘটনা ঘটে, তাহলে নতুন করে আবেদন জানানো যেতে পারে।
আরও খবরনয়া পরীক্ষার বিধিকে চ্যালেঞ্জ মামলা: SSC-র কাছে নথি তলব হাই কোর্টের

spot_img

Related articles

আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত কে করবে: সুপ্রিম কোর্ট দ্বিধাবিভক্ত

সরকারি আধিকারিকদের জন্য দুর্নীতি বিরোধী আইনের ধারার বৈধতা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারল না দেশের শীর্ষ আদালত। দেশের একজন...

SIR-এর কাজের চাপেই মৃত্যু বিএলও-র! নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে ক্ষোভ

গুরুতর অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার এল সেই দুঃসংবাদ। মৃত্যু হল জলপাইগুড়ির...

ভারতের ‘জমির’ উপর দিয়ে চিনের রাস্তাঘাট: PoK হাতছাড়া, স্বীকার বিদেশ মন্ত্রকের

গোটা বিশ্বে যখন রাশিয়া-চিন জোটের দিকে না, আমেরিকার দিকে শক্তির পাল্লা ভারি, তা নিয়ে লড়াই চলছে, তখন আরও...

অনিকেতের টাকা তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ অভয়ার বাবা-মায়ের!

অভয়ার বাবা-মার এবার বিস্ফোরক অভিযোগ আরজি কর আন্দোলনের নেতা অনিকেত মাহাতোকে নিয়ে। "ব্যক্তিগতভাবে আমার মেয়ের নামে টাকা চাইবে...