ভাঙড়ে তৃণমূল নেতা খুনের প্রেক্ষিতে আরাবুলের নিরাপত্তা বাড়ানোর আর্জি, খারিজ করল হাই কোর্ট

Date:

Share post:

প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলামের (Arabul Islam) নিরাপত্তা বাড়ানোর আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার আদালতের নির্দেশ অনুযায়ী, ডেপুটি কমিশনার অব পুলিশ (DSP) আরাবুলের নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট পেশ করলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, প্রশাসন ইতিমধ্যেই আরাবুলকে নিরাপত্তা দিচ্ছে। আদালতের দৃষ্টি আকর্ষণ করে আরাবুলের তরফে আইনজীবী ফিরোজ এডুলজী বলেন, একদিন আগেই, বৃহস্পতিবার, ভাঙ্গড়ের তৃণমূল নেতা রজ্জাক খান খুন হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আরাবুলের ওপরও হামলার আশঙ্কা রয়েছে। তাই আরবুল ইসলামের নিরাপত্তার আর্জি বাড়ানো হোক।

এর পরিপ্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh) বলেন, “আপনি খুব বেশি চাইছেন। আপনি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢোকার জন্য নিরাপত্তা চাইছেন অথচ আপনি নিজেই খুনের অভিযুক্ত। এটা কি আপনার ক্ষমতার বাইরে নয়? তাছাড়া অবমাননা মামলার মধ্যে নিরাপত্তা বাড়ানোর কোনও সুযোগ নেই।”

গত ৯ ফেব্রুয়ারি আরাবুল ইসলামকে (Arabul Islam) গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে বিজয়গঞ্জ বাজার থানায় একটি খুন ও হুমকির মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগ, স্থানীয় আইএসএফ নেতা মহিউদ্দিন মোল্লার মৃত্যুর ঘটনায় তাঁর ভূমিকা ছিল। ওই মামলায় আরাবুলের আইনজীবী ফিরোজ এডুলজি দাবি করেন, ২০০৬ থেকে ২০২৩ পর্যন্ত কোনও সমস্যা ছিল না, কিন্তু ২০২৩ সালের পর থেকে ধারাবাহিকভাবে আরাবুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালতের পর্যবেক্ষণ, যদি ভবিষ্যতে নতুন কোনও ঘটনা ঘটে, তাহলে নতুন করে আবেদন জানানো যেতে পারে।
আরও খবরনয়া পরীক্ষার বিধিকে চ্যালেঞ্জ মামলা: SSC-র কাছে নথি তলব হাই কোর্টের

spot_img

Related articles

”মায়ের স্নেহভরা মুখের উন্মোচনে আলোকিত হয় জগৎ”, মহাষষ্ঠীর শুভেচ্ছা অভিষেকের

রবিবার বোধনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসবের সূচনা হল।  এই দিনটার অপেক্ষায় বছরভর দিন গুণতে থাকে  দিন গোনার...

”শিউলি এলো, মাদল এলো, ধামসা এলো ঘরে”, গানের মধ্যেই ষষ্ঠীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

শুরু হয়ে গিয়েছে বাঙালির প্রাণের প্রিয় দুর্গা পুজো। আজ মহাষষ্ঠী।  বোধনের মধ্য দিয়ে পুজোর সূচনা। আকাশে বাতাসে আনন্দের...

মুর্শিদাবাদে কুপিয়ে খুন জমি ব্যবসায়ীকে, এলাকায় তীব্র চাঞ্চল্য

মহা পঞ্চমীর দিনে ব্যবসায়ী খুন মুর্শিদাবাদে। মৃত ব্যবসায়ীর নাম জিন্নাত আনসারি। বয়স ৫৭ বছর।শনিবার দুপুরে ব্যবসায়ী খুনের ঘটনায়...

বোধনের আনন্দ ফিকে করে দেবে বৃষ্টি? জেনে নিন রবিবারের আবহাওয়ার আপডেট

দুর্গা পুজোর (Durga puja) আনন্দে মাতোয়ারা বাংলা। উত্তর থেকে দক্ষিণ প্রাণের পুজোয় মেতে উঠেছে ৮ থেকে ৮০। রবিবার...