Wednesday, November 12, 2025

ভাঙড়ে তৃণমূল নেতা খুনের প্রেক্ষিতে আরাবুলের নিরাপত্তা বাড়ানোর আর্জি, খারিজ করল হাই কোর্ট

Date:

প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলামের (Arabul Islam) নিরাপত্তা বাড়ানোর আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার আদালতের নির্দেশ অনুযায়ী, ডেপুটি কমিশনার অব পুলিশ (DSP) আরাবুলের নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট পেশ করলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, প্রশাসন ইতিমধ্যেই আরাবুলকে নিরাপত্তা দিচ্ছে। আদালতের দৃষ্টি আকর্ষণ করে আরাবুলের তরফে আইনজীবী ফিরোজ এডুলজী বলেন, একদিন আগেই, বৃহস্পতিবার, ভাঙ্গড়ের তৃণমূল নেতা রজ্জাক খান খুন হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আরাবুলের ওপরও হামলার আশঙ্কা রয়েছে। তাই আরবুল ইসলামের নিরাপত্তার আর্জি বাড়ানো হোক।

এর পরিপ্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh) বলেন, “আপনি খুব বেশি চাইছেন। আপনি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢোকার জন্য নিরাপত্তা চাইছেন অথচ আপনি নিজেই খুনের অভিযুক্ত। এটা কি আপনার ক্ষমতার বাইরে নয়? তাছাড়া অবমাননা মামলার মধ্যে নিরাপত্তা বাড়ানোর কোনও সুযোগ নেই।”

গত ৯ ফেব্রুয়ারি আরাবুল ইসলামকে (Arabul Islam) গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে বিজয়গঞ্জ বাজার থানায় একটি খুন ও হুমকির মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগ, স্থানীয় আইএসএফ নেতা মহিউদ্দিন মোল্লার মৃত্যুর ঘটনায় তাঁর ভূমিকা ছিল। ওই মামলায় আরাবুলের আইনজীবী ফিরোজ এডুলজি দাবি করেন, ২০০৬ থেকে ২০২৩ পর্যন্ত কোনও সমস্যা ছিল না, কিন্তু ২০২৩ সালের পর থেকে ধারাবাহিকভাবে আরাবুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালতের পর্যবেক্ষণ, যদি ভবিষ্যতে নতুন কোনও ঘটনা ঘটে, তাহলে নতুন করে আবেদন জানানো যেতে পারে।
আরও খবরনয়া পরীক্ষার বিধিকে চ্যালেঞ্জ মামলা: SSC-র কাছে নথি তলব হাই কোর্টের

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version