Wednesday, August 20, 2025

প্রতিবেশীদের কটাক্ষের কারণে হরিয়ানার টেনিস খেলোয়াড় মেয়েকে খুন! আজব দাবি ধৃতের

Date:

মেয়ে রাজ্যের মধ্যে টেনিস প্লেয়ার (Tennis Player) হিসেবে নিজের নাম উজ্জ্বল করেছে। শুধু তাই নয়, হরিয়ানায় শিশুদের জন্য একটি প্রশিক্ষণ অ্যাকাডেমি খোলার স্বপ্নও দেখেছিল সে। কিন্তু মেয়ের কাজকে সমর্থন করতে পারেননি বাবা। সঙ্গে আবার প্রতিবেশীদের কটাক্ষ ইন্ধন জুগিয়ে ছিল। এই কারণে বৃহস্পতিবার নিজের বাড়িতেই খুন হতে হল হরিয়ানার (Haryana) রাজ্যস্তরের ২৫ বছর বয়সি টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে (Radhika Yadav)। খুনের অভিযোগে গ্রেফতার তাঁর বাবা দীপক। পুলিশের জেরায় তাঁর আজব দাবি, “মেয়ের পয়সায় খাচ্ছিস” বলে প্রতিবেশীদের খোঁচা শুনতে হচ্ছিল বলে রাধিকাকে মারতে একটুও হাত কাঁপেনি তাঁর।

গুরগাঁওয়ের ৫৭ নম্বর সেক্টরের সুশান্তলোক এলাকায় দোতলা বাড়িতে বাবার সঙ্গেই থাকতেন রাধিকা। নীচে থাকেন কাকা কুলদীপ যাদব। তিনিই FIR করেন। নিজের জবানবন্দি মৃতার কাকা পুলিশকে জানিয়েছেন, সকাল সাড়ে ১০টা নাগাদ হঠাৎই বিকট শব্দ শোনেন। প্রথমে ভেবেছিলেন, দোতলায় কোনও বিস্ফোরণ হয়েছে। প্রেসার কুকার ফেটেছে বলে মনে হয়েছিল। উপরে উঠে দেখেন রাধিকা খুন হয়েছেন! পুলিশকে কুলদীপ জানিয়েছেন, ঘটনার সময় দোতলায় ছিলেন তাঁর দাদা, ভাইঝি এবং বৌদি মঞ্জু যাদব। কুলদীপের কথায়, ‘‘আমার দাদার কাছে একটি লাইসেন্সপ্রাপ্ত রিভলবার ছিল। ঘটনাস্থলে সেটা পড়েছিল। তা থেকেই বুঝতে পারি দাদা খুন করেছে। ” অভিযুক্ত দীপক জানান, পরিকল্পনামতো নিজের এলাকাতে একটি প্রশিক্ষণকেন্দ্র চালু করেন রাধিকা।তিনি চেয়েছিলেন এই অ্যাকাডেমি বন্ধ করে দিন রাধিকা, যা নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হত। কিন্তু বাবার প্রস্তাবে রাজি ছিলেন না হরিয়ানার টেনিস প্লেয়ার। সেই নিয়ে বচসার জেরেই মেয়েকে গুলি করে খুন করেন বলে পুলিশকে জানিয়েছেন ধৃত বাবা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...
Exit mobile version