Sunday, November 2, 2025

সুপর্ণা দে
যদি চেনাই থাকবে তাহলে এত নাটক কেন? সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল। সেখানে কসবার ল কলেজের গণধর্ষণে ধৃত মনোজিৎ মিশ্রের সঙ্গে সাসপেন্ডেড তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) নেতা প্রান্তিক চক্রবর্তী ও তাঁর স্ত্রী রাজন্যা হালদার। রাজন্যা কুৎসা-অপপ্রচারের জেরে মুখ খুলেছে তৃণমূল ছাত্র পরিষদ।

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, “রাজন্যা অপরিণত। দাদা হিসেবে তৃণাঙ্কুরের বক্তব্য যেহেতু রাজন্যা পলিটিক্যালি অপরিণত সেই কারণে পলিটিক্যাল দূরদর্শিতাও তুলনামূলক কম। ও বুঝতে পারছে না এটা রাজনীতিতে ওর ভালো করবে না। এটা কোনও মেয়ের কাছে সম্মানীয় নয়।”

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সহসভাপতি কোহিনুর মজুমদার বলেন, “রাজন্যার কথায় টিএমসিপির উত্তর দেওয়ার প্রয়োজন নেই। রাজনীতিতে তাঁর কোনও প্রাসঙ্গিকতা নেই। নিজের পাড়ায় দাঁড়ালেও জিততে পারবে না। কাল থেকে যদি গুরুত্বপূর্ণ ইস্যু ছেড়ে যদি রাজন্যার প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে তৃণমূল ছাত্র পরিষদ করার দরকার নেই।”

আরও পড়ুন-প্রতিবেশীদের কটাক্ষের কারণে হরিয়ানার টেনিস খেলোয়াড় মেয়েকে খুন! আজব দাবি ধৃতের

তৃণমূল ছাত্র পরিষদের এক্সিকিউটিভ মেম্বার রিমি মুখোপাধ্যায় বলেন, “তৃণমূল ছাত্র পরিষদ চুপ নয়। সাসপেন্ডেড রাজন্যার অনৈতিক এবং অহেতুক বাচালতা করে সেটার উত্তর দেওয়া তৃণমূল ছাত্র পরিষদের কাছে বেশি প্রয়োজনীয় নাকি যারা মনোজিতের মতো মানিসকতার তাদের চিহ্নিত করা যারা সমাজের শত্রু বা যারা মেয়েদের শত্রু করা। সামনে একুশে জুলাই। তৃণমূল ছাত্র পরিষদ এটার ওপর পুরোপুরি মনোনিবেশ করেছে। রাজন্যা বা অন্য কে কী বলল এটা নিয়ে ভাবিত নয়।”

দিন কয়েক আগে কসবাকাণ্ডে মূল অভিযুক্ত মনেজিত্‍ মিশ্রকে কাঠগড়ায় তুলে, রাজন্যা বলেছিলেন, তিনি লিঙ্গ বৈষম্যের স্বীকার। মনোজিতের ফোনে রাজন্যার A1 করা নগ্ন ফটো রয়েছে এবং এই ছবি সবার ফোনে ছড়িয়ে দেওয়া হয়েছিল তাঁর ইমেজ নষ্ট করার জন্যই। এই ইস্যুতেই এবার মুখ কড়া প্রতিক্রিয়া জানাল টিএমসিপি।

_

_

_

_

_

_

_

_

_

 

 

Related articles

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে...

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...

মেক্সিকোর মার্কেটে বিস্ফোরণ, মৃত ২৩ শিশু! আহত অন্তত ১১

মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের (supermarket explosion in mexico) জেরে ২৩ জন শিশুর মৃত্যুতে...
Exit mobile version