Friday, July 18, 2025

৭৫ বছর বয়সে থামতে হবে: নাম না করে কাকে খোঁচা ভগবতের! “বেচারা“ মোদিকে কটাক্ষ বিরোধীদের

Date:

“৭৫ বছর বয়সে আপনাকে কেউ অত্যন্ত উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে, তখনই বুঝে যাবেন এবার আপনাকে থামতে হবে“- RSS প্রধান মোহন ভগবতের (Mohan Bhagwat) মন্তব্য ঘিরে এখন প্রবল জল্পনা রাজনৈতিক মহলে। কারণ, আগামী সেপ্টেম্বরে ৭৫ বছর পূর্ণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর তার আগে সংঘ প্রধানের এই মন্তব্য ঘিরে তুমুল শোরগোল। আর কংগ্রেস থেকে শুরু করে শিবসেনা- বিরোধীদের মত “বেচারা“ প্রধানমন্ত্রীকে কটাক্ষ বিরোধীদের।

বৃহস্পতিবার নাগপুরে RSS-এর এক অনুষ্ঠানে ভগবৎ বলেন, “৭৫ বছর বয়সে যখন আপনাকে কেউ অত্যন্ত উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে, তখনই বুঝে যাবেন এবার আপনাকে থামতে হবে। কাজের জায়গা অন্যের ছেড়ে দিতে হবে।” সংঘ প্রধানের এমন মন্তব্য মোদিকে উদ্দেশ করে বলেই মনে করছেন অনেকে। কারণ, আগামী সেপ্টেম্বরে ৭৫ বছর পূর্ণ করবেন প্রধানমন্ত্রী। আর বিজেপির অঘোষিত নিয়ম ৭৫ বছর বয়স হলে অবসর নিতে হবে। লালকৃষ্ণ আডবানি থেকে শুরু করে মুরলী মনোহর জোশি, যশবন্ত সিং- সব নেতাকেই ওই বয়সে মার্গদর্শক মণ্ডলীতে পাঠানো হয়েছে। এদিকে, মোদির সম্পর্কে গেরুয়া শিবিরের মত, মেয়াদ শেষ হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তিনিই। সেখানে বয়স ফ্যাক্টর নয়- স্পষ্ট করেছে BJP।

এই পরিস্থিতিতে সংঘ প্রধানের মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি সেপ্টেম্বরে ৭৫ বছর পূর্ণ করার পরে নরেন্দ্র মোদিকেও কি অবসরে পাঠাতে চায় আরএসএস! তবে, এটাও ঠিক যে এবছর একই সঙ্গে পঁচাত্তরে পূর্ণ করছেন মোহন ভগবত নিজেও। সুতরাং, তাঁর লক্ষ্য কে- তা স্পষ্ট নয়।

তবে, নিশানায় মোদি বলে ধরে নিয়েই আসরে নেমেছে বিরোধীরা। কংগ্রেস (Congress) মুখপাত্র জয়রাম রমেশ বলছেন, “বেচারা প্রধানমন্ত্রী। বিদেশ থেকে ভুরি ভুরি সম্মান নিয়ে আসছেন। আর দেশে ফিরে কী সম্মান পেলেন শাখা সংগঠন থেকে! আরএসএস প্রধান মনে করিয়ে দিলেন যে ১৭ সেপ্টেম্বর তোমার ৭৫ হয়ে যাচ্ছে।”

মহারাষ্ট্রের উদ্ধব-সেনা নেতা সঞ্জয় রাউত কথায়, ভগবতের কথা সত্যিই তাৎপর্যপূর্ণ। বলেন, ”মোহন ভগবত এই বার্তা প্রধানমন্ত্রী মোদিকেই দিয়েছেন। মোদি হলেন সেই ব্যক্তি, যিনি লালকৃষ্ণ আডবানি, মুরলী মনোহর জোশি, যশবন্ত সিংয়ের মতো নেতাকে ৭৫ বছর বয়সে অবসর নিতে বাধ্য করেছিলেন। এখন দেখা যাক নিজের ক্ষেত্রে মোদি তা প্রয়োগ করেন কি না।”

এর আগে বারবার মোদিকে বলতে শোনা গিয়েছে, ফকির আদমি। বললেই ঝোলা নিয়ে চলে যাবেন। এবার কি তাঁকে সেই পথই ধরতে বলছে সংঘ পরিবার- তুমুল আলোচনা রাজনীতিতে।
আরও খবরমুখ্যমন্ত্রীর চিঠির জের, বাংলা সংক্রান্ত ত্রুটিপূর্ণ রিপোর্ট সরিয়ে নতুন তথ্য আপলোড নীতি আয়োগের

Related articles

আগ্রহ বাংলার স্বাস্থ্যব্যবস্থায়! মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে রাজ্যে ফিরতে চান প্রবাসী চিকিৎসকরা 

বাংলার স্বাস্থ্য ব্যবস্থা গোটা দেশকে পথ দেখাচ্ছে। তাই অগুনতি প্রবাসী-বাঙালি চিকিৎসক বাংলায় এসে স্বাস্থ্য পরিকাঠামোর আরও উন্নতি সাধনে...

স্বীকৃতি চেয়ে স্বামীর বাড়ির সামনে ধর্নায় যুবতী, চাঞ্চল্য শান্তিপুরে

ষাটের দশকের উত্তম-সুচিত্রার ‘হারানো সুর’-এ যেমন স্ত্রীর লড়াইয়ে ফিরে আসে স্বামীর স্মৃতি, তেমনই বাস্তব জীবনের এক অসামঞ্জস্যপূর্ণ ও...

কাঁথিতে বিজেপি বনাম বিজেপি! বেহাল রাস্তা ঘিরে পঞ্চায়েতে হাতাহাতি, চাঞ্চল্য এলাকায়

শাসকের বিরুদ্ধে লড়াইয়ের বদলে এবার নিজের দলের মধ্যেই তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জড়াল বিজেপি। বৃহস্পতিবার কাঁথির এক পঞ্চায়েতে রাস্তার দুরবস্থা-সহ...

‘এরপর কি সবাই আশাহত হলে বিচারপতিদের ছবি নিয়ে রাস্তায় নামবে?’ আদালত অবমাননার মামলায় ভর্ৎসনার শিকার চাকরিপ্রার্থীরা

'এরপর কি সবাই আশাহত হলে বিচারপতিদের ছবি নিয়ে রাস্তায় নামবে?' আদালত অবমাননার মামলায় বৃহস্পতিবার ঠিক এভাবেই ভর্ৎসনার শিকার...
Exit mobile version