Thursday, January 15, 2026

ক্ষমা চান হিমন্ত বিশ্বশর্মা: বাঙালিদের ‘বিদেশী’ তকমার পরেই সরব তৃণমূল

Date:

Share post:

অসমের বাঙালিদের বিদেশী বলে দাগিয়ে দেওয়ার বার্তা অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma)। পাল্টা বাঙালিদের (Bengali) অপমানে ক্ষমা চাওয়ার দাবি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC)। যে বিজেপি শাসিত রাজ্যে এভাবে বাঙালিদের অপমান, সেই বিজেপিই বাংলা তথা অসমের (Assam) মতো সীমান্তবর্তী রাজ্যে বাংলাদেশের অনুপ্রবেশের জন্য দায়ী। সেই দায় নিয়ে হিমন্তের বক্তব্যের জন্য বিজেপিকেও ক্ষমা (apology) চাওয়ার দাবি জানানো হল বাংলার শাসকদলের তরফে।

সম্প্রতি বারবার অসমে বাংলাভাষী মানুষ আক্রান্ত হয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা প্রশাসনের হাতে। এবার বাঙালিদের চিহ্নিত করণের কারণ ব্যাখ্যা করে চাঞ্চল্যকর দাবি মুখ্যমন্ত্রী হিমন্তর। তিনি দাবি করেন, জনগণনার (census) সময় নিজের মাতৃ ভাষা (mother tongue) হিসাবে বাংলা লিখলেই বোঝা যাবে কত বিদেশী (foreigner) অসমে রয়েছে। সেই চিহ্নিতকরণের কারণ স্পষ্ট বিজেপির অন্যতম এই নেতার কথাতেই। ঠিক যেভাবে বিজেপি শাসিত অন্য রাজ্যগুলিতে বাংলা বললেই তাদের বিএসএফ-এর (BSF) মাধ্যমে বাংলাদেশে (Bangladesh) পাচার করে দেওয়া হচ্ছে, অসমেও যে একইভাবে বাঙালিদের বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করতে পারবেন হিমন্ত।

তবে তার এই জটিল, গভীর অভিসন্ধির প্রবলভাবে বিরোধিতা করা হয়েছে বাংলার শাসকদলের তরফে। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্ট দাবি করেন, কোন সাহসে যারা বাংলায় কথা বলে তাদের বিদেশী (foreigner) বলছেন। হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) ব্যাখ্যা দিয়ে ক্ষমা (apology) চাওয়া উচিত। বিজেপির ক্ষমা চাওয়া উচিত।

এই ঘটনা থেকেই বাংলার মানুষ বুঝতে পারবেন বিজেপি আসলে একটি বাংলা বিদ্বেষী দল। সেই দাবি করেন, হিমন্তের বক্তব্যের ব্য়াখ্যা চাওয়া হয় তৃণমূলের তরফে। কুণালের দাবি, বাঙালিরা পশ্চিমবঙ্গে, অন্য যে কোনও রাজ্যে থাকতে পারেন। ভারতবর্ষের নাগরিক। যদি উনি বাংলাদেশকে ইঙ্গিত করে অনুপ্রবেশকারীদেরকে বলে থাকেন, তবে প্রথম অমিত শাহর (Amit Shah) বিএসএফ সম্পর্কে বলা উচিত। বিএসএফ-এর কারণে বাংলা, অসমের মতো রাজ্যগুলিতে বাংলাদেশীদের অনুপ্রবেশ সম্ভব হয়।

আরও পড়ুন: দুর্ঘটনার দায় পাইলটদের উপর চাপানো! প্রশ্ন তুলে চিঠি সংগঠনের

এর পরেও অসমের মুখ্যমন্ত্রী বিএসএফ (BSF) বা স্বরাষ্ট্র মন্ত্রক সম্পর্কে কোনও কথা না বলে বাঙালিদের প্রতি মন্তব্য পেশ করেছেন, তাতেই বিজেপির অভিসন্ধি প্রমাণিত। সেখানেই কুণাল ঘোষ বিজেপির স্বরূপ খুলে দিয়ে বলেন, বিজেপি বাংলা বিদ্বেষী দল। এরা বাংলাভাষী ও বঙ্গবাসীদের ঘৃণা করে। তিনি দাবি করেন, হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) যেভাবে এই কথা বললেন, অসমের মুখ্যমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...