Monday, November 3, 2025

লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলেও ম্যাচ ফি কেটে নেওয়ার আশঙ্কায় বুমরাহ!

Date:

কিংবদন্তি কপিল দেবের রেকর্ড ভেঙে বিশ্ব ক্রিকেটকে ফের একবার বুঝিয়ে দিয়েছেন পরিস্থিতি অনুকূল হোক বা প্রতিকূল, তাঁর হাতে বল থাকা মানে বিপক্ষের ব্যাটাররাও মাথা নিচু করে বলতে বাধ্য হবে ‘যশসি জ্যায়সি কই নেহি ‘। কিন্তু লর্ডসের (Lords Cricket Ground) অনার্স বোর্ডের নাম তুলেও যেন শান্তি নেই আইসিসি (ICC) র‍্যাংকিং-এর এক নম্বর টেস্ট বোলার যশপ্রীত বুমরাহ-র (Jashprit Bumrah)। দ্বিতীয় দিনের শেষে বল বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে বুমরাহ বলছেন, “আমি এ নিয়ে কিছু বলতে চাই না। এসব নিয়ে বললে ম্যাচ ফি কেটে নেবে। অনেক কষ্ট করে রোজগার করি।”

লর্ডস টেস্টে দ্বিতীয় দিনে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে বল বিতর্ক। ভারত অধিনায়ক শুভমন গিলকে (Shubman Gill) একাধিকবার আম্পায়ারদের সঙ্গে বল নিয়ে কথা বলেন। ক্ষুব্ধ সিরাজও। নিয়ম অনুযায়ী টেস্টে নতুন বল দেওয়া হয় মোটামুটি ৮০ ওভারের শেষে। কিন্তু লর্ডস টেস্টে ডিউকসের তৈরি বল মাত্র ৬৪ ডেলিভারি পর বদলে ফেলতে হল।পরিবর্তে যে নতুন বল এল তার আয়ু ৪৮ ডেলিভারি পর্যন্ত! ঋষভ পন্থ নতুন বল দ্রুত নরম হয়ে যাওয়া, নিয়ে আগেই অভিযোগ করেছিলেন। এবার বিরক্তি প্রকাশ করলেন ক্যাপ্টেন গিল। চলতি অ্যান্ডারসন- তেণ্ডুলকর ট্রফিতে বারবারই বিতর্ক হচ্ছে বল নিয়ে। কিন্তু ৫ উইকেট পাওয়া ভারতীয় বোলিংয়ের পেস নেতা খানিক রসিকতার সুরেই বললেন, “বল বারবার বদলানো হচ্ছে। এতে আমাদের কিছু করার নেই। আমি এসব নিয়ে মুখ খুলে আমার ম্যাচ ফির টাকাটা হারাতে চাই না। বড্ড কষ্ট করে বল করে টাকা রোজগার করি। বিতর্কিত কিছু বললেই ম্যাচ ফি কেটে নেবে।” বুমরাহ অবশ্য লর্ডসে তাঁর কীর্তি নিয়ে বেজায় খুশি। জানিয়েছেন, ছেলে বড় হলে এ গল্প শোনাবেন। প্রথম দিনে বুমরাহ দখলে ছিল শুধু হ্যারি ব্রুকের উইকেট। কিন্তু দ্বিতীয় দিনে নিজের জাত ফের চেনালেন।দিনের শেষে সাংবাদিক সম্মেলনে বুমরাহ বলছেন, “যখন আমার ছেলে বড় হবে, তখন ওকে বলতে পারব, লর্ডসের অনার্স বোর্ডে আমার নাম আছে।”

তৃতীয় দিনের খেলা ইতিমধ্যেই শুরু হয়েছে। ভারতীয় ব্যাটাররা ইংরেজদের বিরাট রানের পাহাড় টপকে কত স্কোর করতে পারেন এখন সেটাই দেখার।

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version