রাজ্য সরকারের সিভিল সার্ভিস (UPSC) প্রশিক্ষণ কেন্দ্র ‘সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার’-এ আজ থেকে শুরু হল ১০ মাসের বিশেষ সিভিল সার্ভিস প্রশিক্ষণ কর্মসূচি। প্রশিক্ষণ সূত্রে জানা গেছে, এই কোর্সে সিভিল সার্ভিস পরীক্ষার তিনটি মূল ধাপ — প্রিলিমিনারি, মেইনস ও মক টেস্ট — সবকটিই অন্তর্ভুক্ত থাকবে। এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনে সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborti)। তিনি বলেন, “সাফল্যের কোনও শর্টকাট নেই। হাসুন, সুখী থাকুন, ধ্যান করুন, শরীরচর্চা করুন। স্বপ্ন দেখুন — আকাশই সীমা। কখনওই কম কিছুতে থেমে যাবেন না।”
সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের UPSC সহ বিভিন্ন সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুত করতে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রে বিশিষ্ট শিক্ষক ও প্রাক্তন আমলারা নিয়মিত ক্লাস নেবেন বলেও জানা গিয়েছে। আরও পড়ুন : ‘সিলিকন ভ্যালি’-তে তোড়জোড়, রাজ্যে আসছে ৩৫ হাজার কোটি টাকার তথ্যপ্রযুক্তি বিনিয়োগ
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–